পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ – এ এস এন বোস ভবনের উদ্বোধন করলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহানির্দেশক

Posted On: 18 MAR 2025 5:24PM by PIB Kolkata

মুম্বাই, ১৮ মার্চ, ২০২৫ 

 

নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে আজ গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ – এ এস এন বোস ভবনের উদ্বোধন করলেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আই এ ই)-র ডাইরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং – এর একটি সার্টিফিকেট কোর্সেরও সূচনা করেন তিনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান পরমাণু বিজ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক সমন্বয়ের উপর জোর দেন। আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু শক্তি প্রয়োগের ক্ষেত্রে ভারতের উদ্যোগের কথা তুলে ধরেন পরমাণু শক্তি দপ্তরের সচিব ডঃ অজিত কুমার মহান্তি। 
নতুন ভবনটি ভারতের অবিস্মরণীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নামাঙ্কিত। এই পরিসর পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। সেখানে রয়েছে অত্যাধুনিক সরঞ্জামে সমৃদ্ধ একাধিক পরীক্ষাগার। 
এই অনুষ্ঠানে চালু হওয়া সার্টিফিকেট কোর্সটি ছ’মাসের। সেখানে রিঅ্যাক্টর ফিজিক্স এবং পরমাণু প্রযুক্তি সংক্রান্ত সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে পাঠদান করা হবে। প্রতিটি ব্যাচে ৫০ জন শিক্ষার্থীর ৪০ জনই হবেন ভিন দেশের।

 

SC/AC/SB


(Release ID: 2112673) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Marathi