মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনার আওতায় উপকৃত মহিলারা

Posted On: 18 MAR 2025 3:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় নতুন একটি প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা হাতে নিয়েছে কেন্দ্রীয় মৎস্য দপ্তর। ২০২৩-২৪ থেকে ২০২৬-২৭ সময়কালে এ বাবদ খরচ ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা। 
নতুন এই কর্মসূচির লক্ষ্য হ’ল – মৎস্য চাষ ক্ষেত্রকে আরও সংগঠিত করে তোলা, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মে মৎস্যজীবীদের নিবন্ধীকরণ এবং বীমা ও ঋণের সুবিধা প্রদান। বীমার ক্ষেত্রে প্রিমিয়ামের ৪০% খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার। মহিলা ও তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত মৎস্যজীবীরা এ বাবদ অতিরিক্ত সহায়তা পাচ্ছেন। 
ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা হয় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর। ঋণ, সমবায়-ভিত্তিক উদ্যোগ, বীমা, প্রশিক্ষণ – সব বিষয়েই এটি একটি এক জানালা ব্যবস্থা। এখনও পর্যন্ত ২০ লক্ষ ২৫ হাজার ৬৭৬ জন মৎস্যজীবী এই পোর্টালে নাম লিখিয়েছেন। এর মধ্যে ৫৬ হাজার ১৬৫ জন মহিলা। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্য চাষ, পশুপালন ও দুগ্ধ উৎপাদন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান।

 

SC/AC/SB


(Release ID: 2112668) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi