কৃষিমন্ত্রক
জৈব চাষের প্রসারে উদ্যোগ
Posted On:
18 MAR 2025 6:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৫
পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই)-র আওতায় দেশের বিভিন্ন প্রান্তে জৈব চাষের প্রসারে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ-ইস্টার্ন রিজিয়ন – এর রূপায়ণ চলছে জোর কদমে। এই দুই প্রকল্পের আওতায় খামার থেকে ফসল পরবর্তী কর্মকাণ্ড - সমস্ত ক্ষেত্রেই কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হ’ল - ধারাবাহিক কৃষি, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ।
২০১৫-১৬’র পর ৫৯.৭৪ লক্ষ হেক্টর জমি জৈব চাষের আওতায় এসেছে। পিকেভিওয়াই প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে হেক্টর প্রতি ৩১ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৫ হাজার টাকা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ-ইস্টার্ন রিজিয়ন – এর আওতায় হেক্টর প্রতি ৪৬ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে কৃষক উৎপাদক সংগঠন তৈরি এবং কৃষকদের কাছে জৈব উপাদান পৌঁছে দেওয়ার জন্য। দুটি প্রকল্পের আওতাতেই সর্বোচ্চ ২ হেক্টর জমি পর্যন্ত এই সহায়তা পাবেন কৃষকরা।
জৈব চাষের মাধ্যমে উৎপাদিত পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণের জন্য শংসা প্রদানেরও ব্যবস্থা রয়েছে। বিদেশের বাজারে বিপণনের ক্ষেত্রে বাণিজ্য ও শিল্প মন্ত্রক এই ধরনের শংসাপত্র দিয়ে থাকে। অন্য ক্ষেত্রে এই দায়িত্ব কৃষি মন্ত্রকের।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।
SC/AC/SB
(Release ID: 2112657)
Visitor Counter : 6