শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
বিড়ি শ্রমিকদের কল্যাণে
Posted On:
17 MAR 2025 2:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৫
সংগৃহীত তথ্যানুযায়ী, দেশে নিবন্ধীকৃত বিড়ি শ্রমিকের সংখ্যা ৪৯.৮২ লক্ষ। ১৮টি অঞ্চলে শ্রম কল্যাণ সংগঠনের মাধ্যমে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। শ্রমিক কল্যাণ কর্মসূচিতে যে তিনটি বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলি হ’ল – স্বাস্থ্য, বৃত্তি ও আবাসন।
এই শ্রমিকদের স্বাস্থ্য পরিচর্যায় কাজ করছে ১০টি হাসপাতাল ও ২৭৯টি চিকিৎসা কেন্দ্র। ক্যান্সার, টিবি, হৃদরোগ এবং কিডনী প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্যয় বহন করে সরকার। বিড়ি শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য প্রতি বছর ১ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে দেড় লক্ষ টাকা ভর্তুকি দেয় সরকার।
এছাড়াও, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের আওতায় রয়েছেন বিড়ি শ্রমিকরা। ‘এক দেশ, এক রেশন কার্ড’, ‘দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’, ‘দীনদয়াল অন্ত্যোদয় যোজনা’, ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’র সুবিধাও তাঁরা পেতে পারেন।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রীমতি শোভা করন্দলাজে।
SC/AC/SB
(Release ID: 2112143)
Visitor Counter : 7