সংস্কৃতিমন্ত্রক
স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় বৌদ্ধ থিম্যাটিক সার্কিট
Posted On:
17 MAR 2025 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৫
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক স্বদেশ দর্শন এবং পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচ্যুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ (প্রসাদ) – এর আওতায় বৌদ্ধ পর্যটন স্থলগুলির উন্নয়নে রাজ্য সরকারগুলিকে অর্থ সহায়তা দিয়ে থাকে। এক্ষেত্রে বৌদ্ধ সার্কিট বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত।
সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ তীর্থস্থানগুলির রক্ষণা-বেক্ষণের পাশাপাশি শৌচাগার, পানীয় জল, গাড়ি রাখার ব্যবস্থা সহ পর্যটক-বান্ধব নানা পরিষেবার সুবন্দোবস্ত করে চলেছে।
নতুন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রক ও ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের আওতায় আয়োজিত হয়েছে প্রথম এশীয় বৌদ্ধ শিখর সম্মেলন। সেখানে এশিয়ার ২৬টি দেশের ১৩০ জন প্রতিনিধি সহ ৬৫০ জন যোগ দেন। উপস্থিত ছিলেন ১২টি দেশের কূটনীতিকরা। এছাড়াও, মহাযান এবং থেরাভেদা ধারার ৪০ জন সন্ন্যাসীও অংশগ্রহণ করেন ঐ সম্মেলনে। এক বছর অন্তর এশিয় বৌদ্ধ শিখর সম্মেলনের আয়োজন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AC/SB
(Release ID: 2111923)
Visitor Counter : 19