স্বরাষ্ট্র মন্ত্রক
অবৈধ অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তার বিষয় সম্পর্কে ব্যবস্থা
Posted On:
12 MAR 2025 4:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৫
০১.০১.২০২৪ থেকে ৩১.০১.২০২৫ পর্যন্ত ভারত – বাংলাদেশ সীমান্তে ২ হাজার ৬০১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের অক্টোবর মাসে সবচেয়ে বেশি ৩৩১ জনকে আটক করা হয়।
সরকারের উন্নত নজরদারি, কর্মী সংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তি উন্নয়নের সাহায্যেই ভারত – বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইআর সেন্সর, উন্নত মানের ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস এবং পাইলট নজরদারি ব্যবস্থাপনার সাহায্যে ক্রমাগত নজর রাখা হচ্ছে। এছাড়াও, সীমান্তে টহল, নাকা পর্যবেক্ষণ ও স্থানীয় পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যৌথ অভিযানের মাধ্যমে নজরদারি চলছে। সীমান্তবর্তী এলাকাগুলিকে ফ্লাডলাইট ও সৌরবিদ্যুৎ চালিত আলোর সাহায্যে আলোকিত করা হয়েছে। নদী অঞ্চলগুলিতে নৌকার সাহায্যে টহল দেওয়া হচ্ছে। দালালদের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থাগুলির সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়া অতিসংবেদনশীল অঞ্চলে বিশেষ বেড়া এবং ডগ স্কোয়াড – এর সাহায্যে নজরদারি মজবুত করা হচ্ছে।
১৯৭৫ সালে ভারত – বাংলাদেশ যৌথ নির্দেশিকা অনুযায়ী, সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন স্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) – এর সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ – এর কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মী সংখ্যা বৃদ্ধি, সীমান্তে বেড়া, ফ্লাড লাইট, নদীগুলিতে নৌকার সাহায্যে নজরদারি।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানান।
SC/PM/SB
(Release ID: 2111126)
Visitor Counter : 32