যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে পরিষেবা প্রদানকারী ডাকঘর

Posted On: 12 MAR 2025 1:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৫ 

 

দেশে মুখ্য ডাকঘর, উপ-ডাকঘর এবং শাখা ডাকঘরের মোট সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৯৮৭। এর মধ্যে ১৫ হাজার ৮২৩টি ডাকঘর শহরাঞ্চলে অবস্থিত। দেশের প্রতিটি ডাকঘর কম্প্যুটার চালিত। ডাকঘরগুলিকে আধুনিক করে তুলতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে অনলাইন পরিষেবার পাশাপাশি, আর্থিক ও বীমা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা  যায়। ১ লক্ষ ৬৩ হাজার ৯৩৯টি ডাকঘরে ব্যাঙ্কিং সহ বিভিন্ন ডিজিটাল পরিষেবা পাওয়া যায়।
আদিবাসী অধ্যুষিত পার্বত্য অঞ্চলেও ডাকঘর খোলা হয়েছে। ভিপিএনওবিবি, এমপিএলএস অথবা ভিস্যাট – এর মতো পদ্ধতি ব্যবহার করে ডাকঘরগুলিতে ইন্টারনেট ব্যবস্থা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি ডাকঘরে নাগরিক-কেন্দ্রিক পরিষেবার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইপিপিবি, পাসপোর্ট পরিষেবা, আধার পরিষেবার মতো বিভিন্ন জনমুখী উদ্যোগ কার্যকর করতে ডাকঘরের সাহায্য নেওয়া হয়।  
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর। 

 

SC/CB/SB


(Release ID: 2110924)
Read this release in: English , Urdu , Hindi