সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
পিএমজেভিকে-র কাজের অগ্রগতি নিয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জাতীয় ভিত্তিতে পর্যালোচনা বৈঠক করল
Posted On:
12 MAR 2025 11:27AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২৫
সারা দেশে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম পিএমজেভিকে-র কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জাতীয় ভিত্তিতে পর্যালোচনা বৈঠক করল। মন্ত্রকের সচিব ডঃ চন্দ্রশেখর কুমারের পৌরোহিত্যে এই বৈঠকে প্রকল্পটি রূপায়ণের পাশপাশি আর্থিক সংস্থানের বিষয়টিও প্রাধান্য পায়।
কেন্দ্র – রাজ্য সমন্বয়ের পাশাপাশি সংখ্যালঘু প্রধান এলাকায় প্রকল্পটির রূপায়ণ আরও জোরদার ভিত্তিতে করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয় বৈঠকে।
SC/AC/SG
(Release ID: 2110659)
Visitor Counter : 9