পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পর্যটন গন্তব্যগুলির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি

Posted On: 10 MAR 2025 3:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৫

 

পর্যটন মন্ত্রক তার ‘পরিষেবা প্রদানকারীদের জন্য সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে বিহার সহ দেশজুড়ে স্বল্প মেয়াদের কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

এর মূল উদ্দেশ্য হল, দেশের বিপুল পর্যটন সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার ঘটাতে স্থানীয় স্তরে পেশাদারি দক্ষতার সঞ্চার ঘটিয়ে পর্যটন ক্ষেত্রের পরিষেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি। 

দেশের পর্যটন ক্ষেত্র ও দেশীয় পর্যটনের উন্নয়নের লক্ষ্যে পর্যটন মন্ত্রক একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে।

স্বদেশ দর্শন, ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচ্যুয়াল হেরিজেট অগমেনটেশন ড্রাইভ – প্রসাদ এবং অ্যাসিস্ট্যান্স টু সেন্ট্রাল এজেন্সিস ফর টুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট-এর মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পর্যটন পরিকাঠামো ও পর্যটন স্থলগুলির উন্নয়নে রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। 

স্বদেশ দর্শন প্রকল্পের পুনরুজ্জীবন ঘটিয়ে স্বদেশ দর্শন ২.০ চালু করা হয়েছে। দেশের বিভিন্ন পর্যটন স্থলের উন্নয়নের লক্ষ্যে ৫৮টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে ৩৪টি প্রকল্পের।

এছাড়া পর্যটন স্থলগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে পর্যটন মন্ত্রক স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের আওতায় চ্যালেঞ্জ ভিত্তিক পর্যটন স্থল উন্নয়ন শীর্ষক এক প্রকল্পের সূচনা করেছে। 

পর্যটন স্থলগুলির সার্বিক উন্নয়ন, সেগুলির ব্র্যান্ডিং এবং বিশ্বস্তরে সেগুলির বিপণনের জন্য কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ আর্থিক বছরে ২৩টি রাজ্যকে ৪০টি অনুমোদিত প্রকল্পের জন্য ৩২৯৫.৭৬ কোটি অর্থ সাহায্য দিয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।

 


SC/SD/SKD


(Release ID: 2110206) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi , Tamil