সংস্কৃতিমন্ত্রক
সাংস্কৃতিক ঐতিহ্যের ডিজিটাইজেশন
Posted On:
10 MAR 2025 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৫
বিভিন্ন স্মারক সৌধ এবং প্রাচীন সম্পদের জাতীয় ভিত্তিতে নিবন্ধনের জন্য ভারত সরকার ২০০৭ সালে ন্যাশনাল মিশন অন মনুমেন্টস অ্যান্ড অ্যান্টিক্যুইটিস (এনএমএমএ) – এর সূচনা করে। এখনও পর্যন্ত এর আওতায় ১২,৩৪,৯৩৭ টি প্রাচীন সম্পদ এবং ১১,৪০৬ টি সৌধ ও স্থলের ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে ।
২০২৪-২৫ অর্থবর্ষে এনএমএমএ বাবদ বরাদ্দ হয় ২০ লক্ষ টাকা।
অ্যানেক্সচার -১- এর আওতায় ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের বিভিন্ন সংগ্রহশালা / মন্ডল / শাখার ৪,৪৬,০৬৮ টি প্রাচীন সম্পদের এবং অ্যানেক্সচার -২- এর আওতায় থাকা এই ধরণের ৭,৮৮,৮৬৯ টি প্রাচীন সম্পদের ডিজিটাইজেশনের কাজ হয়ে গেছে। এ সম্পর্কে বিশদে জানা যাবে এনএমএমএ-র ওয়েবসাইট http://nmma.nic.in –তে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AC /SG
(Release ID: 2110133)
Visitor Counter : 6