পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে বিদেশি পর্যটক

Posted On: 10 MAR 2025 3:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৫ 

 

পর্যটন মন্ত্রক বিদেশি পর্যটকদের ভারত সফরের জন্য আকৃষ্ট করতে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে – স্বদেশ দর্শন, প্রসাদ সহ পর্যটন সংক্রান্ত পরিকাঠামোর মানোন্নয়নে কেন্দ্রীয় সংস্থাগুলির নানাভাবে সহায়তা প্রদান। মন্ত্রক দেশ-বিদেশের পর্যটকদের ভারত ভ্রমণে আগ্রহী করতে ‘দেখো আপনা দেশ’, চলো ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট এবং ভারত পর্বের মতো বিভিন্ন প্রচারামূলক কর্মসূচির আয়োজন করে। www.incredibleindia.org ওয়েবসাইটের পাশাপাশি, ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের পর্যটন সংক্রান্ত উপকরণ আগ্রহী পর্যটকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও, থিম-ভিত্তিক পর্যটনে উৎসাহিত করতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। পর্যটকরা যাতে উন্নত মানের পরিষেবা পান, তা নিশ্চিত করতে দক্ষতা বিকাশ কর্মসূচির আওতায় পর্যটন মিত্র, পর্যটন দিদি সহ নানা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে পর্যটন মন্ত্রক উড়ান প্রকল্পের আওতায় ৫৩টি রুটে বিমান চলাচল নিশ্চিত করেছে। ই-ভিসা প্রকল্পের আওতায় ১৬৭টি দেশের নাগরিকরা বৈদ্যুতিন ভিসা পাচ্ছেন। 
এর ফলে, বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে ২০২২ সালে ১০ লক্ষ ৩৭ হাজার ১৭ জন বিদেশি পর্যটক এসেছিলেন। পরের বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৭ লক্ষ ৬ হাজার ৯৪২। ত্রিপুরায় ২০২২ সালে ৮ হাজার ৪৯৩ জন পর্যটন সফর করেন। ২০২৩ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৬ হাজার ৭০৮ জন। আসামে ২০২২ সালে ৯ হাজার ১ জন বিদেশি পর্যটক সফর করেছেন। পরের বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৩ হাজার ৮১৮। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২০২৩ সালে ৯ হাজার ২৫ জন বিদেশি পর্যটক সফর করেছেন। এর আগের বছর এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৪৬১। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পর্যটন ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 

 

SC/CB/SB


(Release ID: 2110049) Visitor Counter : 7