প্রতিরক্ষামন্ত্রক
প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শ্রী রাজনাথ সিং বেঙ্গালুরুতে ভারতীয় বায়ু সেনার ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন পরিদর্শন করেছেন
Posted On:
09 MAR 2025 3:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ মার্চ, ২০২৫
প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শ্রী রাজনাথ সিং ৯ মার্চ কর্ণাটকের বেঙ্গালুরুতে ভারতীয় বায়ু সেনার ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন (আইএএম) পরিদর্শন করেছেন। ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী বিমান চালকদের প্রশিক্ষণ, তাদের চিকিৎসা বিষয়ে পর্যালোচনা এবং অ্যারোমেডিকেল সংক্রান্ত বিষয়ে গবেষণা ক্ষেত্রে আইএএম-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে অ্যারোস্পেস মেডিসিনের গুরুত্ব ক্রমশই বাড়ছে। প্রতিরক্ষার দিক থেকে মহাকাশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত মহাকাশ ক্ষেত্র নতুন উচ্চতায় পৌঁছেছে। অত্যাধুনিক প্রযুক্তি তৈরিতে দেশ বেশ কয়েক ধাপ এগিয়েছে। তিনি বলেন, ভারত বিমান চলাচল ক্ষেত্রে বিশ্বে দ্রুততম বিকাশশীল দেশ হিসেবে উঠে এসেছে। তাই, অ্যারোস্পেস মেডিসিনের সম্ভাবনা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন তিনি।
মাইক্রো গ্র্যাভিটি, রেডিয়েশন এবং আইসোলেশনের জেরে মানসিক এবং শারীরিক সমস্যা মোকাবিলায় অ্যারোস্পেস মেডিসিনের গুরুত্বের কথা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, যদিও এর জেরে মানসিক, হাড়ের ক্ষয় এবং নিউরণ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এর মোকাবিলা করার দায়িত্ব অ্যারোস্পেস মেডিসিনের। আগামী দিনে এই সংক্রান্ত চিকিৎসার গুরুত্ব বাড়বে বলেও জানান তিনি।
মহাকাশ ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনে আইএএম-এর অবদানের প্রশংসা করেন শ্রী সিং। এর পাশাপাশি এই প্রতিষ্ঠান অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, লাইট কমব্যাট, লাইট তেজস-এর নক্সা তৈরি এবং আধুনিকীকরণের উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, আগামী দিনে মহাকাশ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাবে। সরকারের লক্ষ্যই হল ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণে মহাকাশ ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী প্রতিষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এক্সট্রামুরাল রিসার্চ প্রজেক্ট : সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চের সূচনা করেন এবং বিভিন্ন স্থান ঘুরে দেখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং সহ বায়ু সেনার অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা।
SC/SS/SKD
(Release ID: 2109794)
Visitor Counter : 5