অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

মাঝ সমুদ্রে অভিযানে ডিআরআই এবং ভারতীয় উপকূল রক্ষীর হাতে মালদ্বীপগামী একটি জাহাজ আটক; ৩৩ কোটি টাকা মূল্যের ৩০ কেজি হাসিস অয়েল বাজেয়াপ্ত; ধৃত ৩

Posted On: 09 MAR 2025 2:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ মার্চ , ২০২৫

 

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)৭ মার্চ ২০২৫-এ ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে মালদ্বীপগামী একটি জাহাজ আটক করেছে। তার থেকে পাওয়া ৩৩ কোটি টাকা মূল্যের ২৯.৯৫৪ কেজি হাসিস অয়েল বাজেয়াপ্ত করা হয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিআরআই আধিকারিকরা একটি টাগ ভেসেল-কে নজর করেন যেটি রক বোল্ডার বোঝাই একটি বার্জকে টেনে নিয়ে যাচ্ছিল। এটি ছাড়া হয় তুতিকোরিন পুরনো বন্দর থেকে। জানা যায়, তুতিকোরিনের একটি দল মালদ্বীপ যাওয়ার সময় মাঝ সমুদ্রে বার্জে হাসিস অয়েল ভর্তি করে জাহাজটির নাবিকদের সাহায্যে। 

ডিআরআই-এর উদ্যোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কন্যাকুমারী উপকূলের কাছে মাঝ সমুদ্রে ৫ মার্চ ২০২৫-এ জাহাজটিকে আটকায় এবং সেটিকে ২০২৫-এর ৭ মার্চ তুতিকোরিন নতুন বন্দরে নিয়ে আসা হয়। 

এরই মধ্যে জাহাজে মাদক বোঝাই করার অভিযোগে এক ব্যক্তিকে তার সঙ্গী সহ আটক করা হয়। তাদের সাহায্যকারী জাহাজের নাবিকদেরও আটক করা হয়েছে বিশদে তদন্ত করার জন্য। 

জাহাজে ২৯টি প্লাস্টিক প্যাকেট বোঝাই দুটি থলি উদ্ধার হয়। এগুলির গায়ে লেখা ছিল খাদ্যবস্তু আছে। প্যাকেটগুলি খুলে দেখা যায়, তাতে কালো রঙের তরলের মতো কিছু আছে। পরীক্ষা করে বোঝা যায় সেগুলি ‘হাসিস অয়েল’।

আন্তর্জাতিক চোরা বাজারে ২৯.৯৫৪ কেজি হাসিস অয়েল পূর্ণ ২৯টি প্যাকেটের দাম ৩২.৯৪ কোটি টাকা। এগুলি বাজেয়াপ্ত করা হয় এনডিপিএস আইন ১৯৮৫ মোতাবেক। ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ৮.৩.২০২৫ এ তাদের জেল হেফাজতে পাঠানো হয়। 


SC/AP/NS…


(Release ID: 2109781) Visitor Counter : 9