সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ভবনে বিবিধতার অমৃত মহোৎসবের দক্ষিণ ভারত পর্ব সর্বসাধারণের জন্য ৯ তারিখ পর্যন্ত খোলা থাকবে

Posted On: 05 MAR 2025 3:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ মার্চ ২০২৫

 

দেশের বিভিন্ন অংশের বৈচিত্র্যময় ঐতিহ্যকে তুলে ধরতে “বিবিধতা কা অমৃত মহোৎসব” উদযাপন করা হয়। ৫ মার্চ বার্ষিক এই সাংস্কৃতিক উৎসবের সূচনা করেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। সর্বসাধারণের জন্য আগামী ৯ মার্চ পর্যন্ত উৎসবে যোগদানের সুযোগ থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এখানে অংশগ্রহণ করা যাবে। “বিবিধতা কা অমৃত মহোৎসব”-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গতবছর। সেবার মূল ভাবনা ছিল উত্তর-পূর্ব ভারত। সেই সময় দেড় লক্ষ দর্শক উৎসবে যোগ দিয়েছিলেন। সংশ্লিষ্ট অঞ্চলের কারিগরদের ১ কোটি টাকারও বেশি মূল্যের সামগ্রী সেবার বিক্রি হয়। এবারের উৎসবে দক্ষিণ ভারতের ৫টি রাজ্য - কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষ্মাদ্বীপ ও পুদুচেরি অংশ নিচ্ছে। এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি ভবন সংস্কৃতিক আদান-প্রদানের একটি কেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি ভারতের প্রাণবন্ত ঐতিহ্য সম্পর্কে নাগরিকরা অবগত হবেন। 

দক্ষিণ ভারত পর্বের উল্লেখযোগ্য দিকগুলি হল – 

•    কাঞ্চিভরম ও কাসাভু শাড়ি, পোচামপল্লি ইকথ, মাইসোর সিল্ক, পেতলের তৈরি বিভিন্ন সামগ্রী এবং বাঁশের তৈরি নানা শিল্পকর্ম সহ ৫০০-র বেশি কারিগর এবং তন্তুবায় তাঁদের সামগ্রী এখানে প্রদর্শনের সুযোগ পাবেন।
•    দক্ষিণ ভারতের সাংস্কৃতিক বিভিন্ন নিদর্শনের স্বাদ পেতে ৪০০-র বেশি শিল্পী লোকগান ও শাস্ত্রীয় নৃত্য এখানে প্রদর্শন করবেন। 
•    বিসি বেলে বাত, কেরালার সাদ্য, চেত্তিনাড় এবং অন্ধ্রের নানা ধরনের খাদ্য সামগ্রী সহ দক্ষিণ ভারতে নানাবিধ খাবারের স্বাদ এখানে পাওয়া যাবে। 
•    উৎসবে বিভিন্ন কর্মশালা, গল্প কথন এবং নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করতে উৎসাহিত হবেন। 

সংস্কৃতি, বস্ত্র, আদিবাসী ও পর্যটন মন্ত্রক সহ অংশগ্রহণকারী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিভিন্ন দপ্তর এই উৎসবকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন সংরক্ষিত হবে, পাশাপাশি ভারতে বৈচিত্র্যময় ঐতিহ্য সম্পর্কেও সকলে অবগত হবেন। 

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে যাতে অংশ নিতে পারেন, তার জন্য এখানে ঢুকতে কোন প্রবেশমূল্য লাগবে না। ফলস্বরূপ দক্ষিণ ভারতের সমৃদ্ধময় ঐতিহ্য সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে। 

উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন - https://visit.rashtrapatibhavan.gov.in/plan-visit/amrit-udyan/rE/mO

রাষ্ট্রপতি ভবনের ৩৫ নম্বর গেট দিয়ে এই উৎসবে প্রবেশ করা যাবে। বিবিধতার অমৃত মহোৎসবের মাধ্যমে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেমন প্রতিফলিত হবে, পাশাপাশি আমাদের সাংস্কৃতিক বন্ধনও শক্তিশালী হবে। 


মহোৎসবের বিষয়ে বিস্তারিত জানতে এই সাইটটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc202535513101.pdf

 

SC/CB/AS


(Release ID: 2108773) Visitor Counter : 4