শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (কিউসিআই) গুনবত্তা সংকল্প নিয়ে এসেছে নাগাল্যান্ডে রাজ্যের গুণমানসম্পন্ন বৃদ্ধি ঘটাতে

Posted On: 27 FEB 2025 1:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি , ২০২৫

 

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (কিউসিআই)নাগাল্যান্ড সরকারের সহযোগিতায় কোহিমার হোটেল বিবর-এ গুনবত্তা সংকল্প নাগাল্যান্ড-এর আয়োজন করেছে। এই উদ্যোগের লক্ষ্য, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে গুণমানসম্পন্ন বৃদ্ধি ঘটাতে রাজ্যকে সাহায্য করা। অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং ওড়িশায় সফল উদ্যোগের পর কিউসিআই এখন গুনবত্তা সংকল্প নিয়ে এসেছে নাগাল্যান্ডে। একদিনের এই অনুষ্ঠানটি একটি কার্যকরী মঞ্চ যেখানে একজোট হবেন বর্ষীয়ান সরকারি আধিকারিক, শিল্পপতি, নীতি প্রণেতা এবং বিশেষজ্ঞগণ। অর্থবহ আলোচনা হবে এবং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও দক্ষতা, শিল্প ও এমএসএমই এবং পর্যটনে গুণমান বাড়াতে অংশীদারিত্ব তৈরি করাই হবে এর লক্ষ্য। 

নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী তেমজেন ইমনা আলং তাঁর ভাষণে বলেন, “নাগাল্যান্ডের মানুষ দেশের জন্য গুণমানের আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে। আমাদের অগ্রগতির কেন্দ্রে আছে উৎকর্ষতা এবং গুণমানের প্রতি দায়বদ্ধতা এবং নাগাল্যান্ড এই যাত্রাপথে অন্যের সঙ্গে অংশীদারিত্ব গড়তে দায়বদ্ধ। আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা নাগাল্যান্ডের গুণমানের পরিচায়ক- তাঁরাই আমাদের রাজ্যের প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসাডর।” 

কিউসিআই-এর চেয়ারপার্সন শ্রী জাকসায় শাহ গুণমানসম্পন্ন সংস্কারের মাধ্যমে রাজ্যকে শক্তিশালী করতে গুণবত্তা সংকল্পের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “নাগাল্যান্ড এমন একটি রাজ্য যে দীর্ঘস্থায়িত্ব, উদ্যোগপতিত্ব এবং উৎকর্ষকে মূল্য দেয়। যে কারণে এই রাজ্য শুধু ভারতের নয়, সারা বিশ্বের কাছে রোল মডেল। কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (কিউসিআই)-তে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিকশিত নাগাল্যান্ড ব্যাতীত বিকশিত ভারত সম্ভব নয়। আমার বিশ্বাস, আজকের এই গুণবত্তা সংকল্পে আলোচনার মাধ্যমে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে নাগাল্যান্ডের যাত্রাপথে গুণমান যুক্ত করতে আমরা নতুন পথের সন্ধান পাবো। নাগাল্যান্ডের অভিনব পরিচিতি এবং শক্তি গুণমানসম্পন্ন উদ্যোগের মাধ্যমে প্রকাশ নিশ্চিত করতে কিউসিআই সাহায্য করবে এবং সমন্বয় ঘটাবে।”

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী তেমজেন ইমনা আলং, মুখ্যসচিব ডঃ জে আলম, মুখ্যমন্ত্রীর সচিব শ্রী কেসোনিউ ইয়োম, কিউসিআই-এর চেয়ারপার্সন শ্রী জাকসায় শাহ এবং কিউসিআই-এর মহাসচিব শ্রী চক্রবর্তী কন্নন। এখান থেকেই শুরু হল তৃণমূল স্তরে গুণমান যুক্ত করতে কৌশলগত আলোচনা। 

গুণবত্তা সংকল্প নাগাল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে গুণমান জোরালো করতে রাজ্যের প্রয়াসে সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিবিড় আলোচনা, সমীক্ষা, পারস্পরিক দায়বদ্ধতার মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য সরকার, শিল্পমহল এবং সমাজকে গুণমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করা। বিকশিত ভারত ২০৪৭-এর ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে উচ্চগুণমান, সুস্থায়িত্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতামুখী হওয়ার লক্ষ্যে নাগাল্যান্ডের যাত্রাপথকে সহজ করতে এই উদ্যোগ। 


SC/AP/NS…


(Release ID: 2106657) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Tamil