স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ট্যাপেন্টাডোল এবং ক্যারিসোপ্রোডোল-এর মিশ্রণে তৈরি অননুমোদিত ওষুধ রপ্তানি সংক্রান্ত উদ্বেগের নিরসনে সক্রিয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

Posted On: 23 FEB 2025 8:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ 

 

ট্যাপেন্টাডোল এবং ক্যারিসোপ্রোডোল-এর মিশ্রণে তৈরি অননুমোদিত ওষুধ রপ্তানী নিয়ে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঐ প্রতিবেদনগুলিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে মুম্বাই-ভিত্তিক ভারতীয় ওষুধ নির্মাণ সংস্থা মেসার্স আভেও ফার্মাসিউটিক্যালস এই ধরনের ওষুধ রপ্তানী করছে। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২২-এর ডিসেম্বরে রাজ্য-ভিত্তিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ওষুধ তৈরিতে এবং সেগুলি পরীক্ষানিরীক্ষার সময় নিয়ম অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ৯০৫টি সংস্থায় পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের পর ৬৯৪টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে – ওষুধের উৎপাদন বন্ধ করা বা সেগুলি পরীক্ষা না করার নির্দেশ। এবছরের জানুয়ারিতে সিডিএসসিও,  রাজ্য-ভিত্তিক নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে একযোগে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার হিসাবনিকাশ পরীক্ষা করে। এর ওপর ভিত্তি করে ভারত থেকে নার্কোটিক্স ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যান্স-এর তালিকাভুক্ত ওষুধ রপ্তানীর ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।  
 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক দেশ-বিদেশের প্রতিটি মানুষের সুরক্ষার জন্য সিডিএসসিও-র সঙ্গে একযোগে কাজ করে চলেছে। অবৈধ ক্ষতিকর অথবা অননুমোদিত ওষুধ রপ্তানির ক্ষেত্রে সরকার আপোষহীন নীতি মেনে চলে। বিশ্বের যে সমস্ত দেশ থেকে অন্যান্য দেশে ওষুধ সরবরাহ করা হয়, ভারত তার মধ্যে অন্যতম। ভারতে তৈরি যে কোনো ওষুধেরই যাতে কোনো অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে মন্ত্রক অঙ্গীকারবদ্ধ।

 

SC/CB/DM.


(Release ID: 2105968) Visitor Counter : 40