উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

অবৈধ অভিবাসীরা দেশের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে, নির্ণায়ক ভূমিকা নিচ্ছে, বললেন উপরাষ্ট্রপতি

Posted On: 22 FEB 2025 8:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

 

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অবৈধ অভিবাসীদের সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভারতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছেন, যাঁদের এখানে থাকার কোনও অধিকার নেই। তাঁরা শুধুমাত্র বসবাসই করছে না, তাঁরা জীবিকার সঙ্গেও যুক্ত হয়ে পড়ছেন। তাঁরা আমাদের সম্পদের ওপর অধিকার দাবি করছেন। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহ অন্যান্য ক্ষেত্রেও এই দাবি বেড়ে চলেছে। তাঁরা আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলাচ্ছেন। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় তাঁরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, এমনকি নির্ণায়ক ভূমিকাও পালন করছেন।”

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ডঃ বাবাসাহেব আম্বেদকর মারাঠাওয়ারা বিশ্ববিদ্যালয়ে ৬৫তম সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, “প্রত্যেক ব্যক্তির যে কোনও ধর্ম অনুসরণের অধিকার রয়েছে। কিন্তু নানা প্রলোভন দেখিয়ে যখন ধর্মান্তরের ঘটনা ঘটে, তখন কর্তৃত্ববাদী মানসিকতার প্রশ্ন উঠে আসে। এইভাবে বিশ্বের বহু দেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় বিশ্বাসের মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এই ধরনের আগ্রাসন চলতে দিতে পারি না।”

উপরাষ্ট্রপতি তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ‘এক পে়ড় মা কে নাম’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নাগরিকদের কাছে আবেদন জানান। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের এই কাজে সামিল হওয়া উচিত।" প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ারও বার্তা দেন উপরাষ্ট্রপতি। অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

SC/MP/NS


(Release ID: 2105684) Visitor Counter : 30