জাতীয় মানবাধিকার কমিশন
azadi ka amrit mahotsav

‘আশা গোষ্ঠীগুলির ক্ষমতায়ন: মর্যাদার সঙ্গে কাজের অধিকার রক্ষা’ এই বিষয়ে মহিলাদের মূল গোষ্ঠীকে নিয়ে এনএইচআরসি ইন্ডিয়ার বৈঠক

Posted On: 21 FEB 2025 11:54AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি , ২০২৫

 

‘স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মীসমূহ (আশা): মর্যাদার সঙ্গে কাজের অধিকার রক্ষা’ এই বিষয়ে ভারতের জাতীয় ও মানবাধিকার কমিশন (এনএইচআরসি) নতুন দিল্লিতে তাদের ভবনে মহিলাদের মূল গোষ্ঠীকে নিয়ে মিশ্র মাধ্যমে এক বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপার্সন বিচারপতি শ্রী ভি রামাসুব্রক্ষ্মনিয়ান। সংগঠনের অন্যান্য সদস্য বিচারপতি (ডঃ) বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গি, মহাসচিব শ্রী ভরত লাল, পদস্থ আধিকারিকবৃন্দ, বিশেষজ্ঞ মণ্ডলী এবং আশাগোষ্ঠীগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিচারপতি শ্রী ভি রামাসুব্রক্ষ্মনিয়ান বিগত ২০ বছর ধরে দেশের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আশাকর্মীদের উল্লেখযোগ্য অবদানের ওপর আলোকপাত করেন। নবজাতক এবং শিশু মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় আশাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ওপর জোর দেন তিনি। তিনি বলেন, প্রথাগত শিক্ষা ছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হয়ে ওঠা যায়। সেইসঙ্গে তিনি বলেন, আজ অনেক শিক্ষিত মানুষ থাকলেও দক্ষ কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে। আশা প্রকল্প তার এক ব্যতিক্রমী চিত্র বহন করে নিজেরাই এক উদাহরণ হয়ে উঠেছে। তিনি বলেন কাজের গুরুত্বের তুলনায় আশাকর্মীদের ভাতা কম। এটা নিতান্তই এক  উপহাস যে যাঁদের অবদান সবথেকে বেশি তাঁদের নিজেদের প্রাপ্তিযোগ কম। প্রান্তিক বর্গের সেবাকর্মে যাঁরা নিরলস ব্যাপৃত তাঁরা নিজেরাই থেকে থেকে প্রান্তিক থেকে যাচ্ছেন। 

বিচারপতি রামাসুব্রক্ষ্মনিয়ান বলেন, জনস্বাস্থ্য এবং ন্যূনতম মজুরি নির্ধারণ রাজ্যের আওতাভুক্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনার বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। ফলে আশাগোষ্ঠীগুলির উন্নতিকল্পে তাঁদের মজুরির দিকটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়কে যৌথ সমন্বয়ের ভিত্তিতে বিচার বিবেচনা করতে হবে। আশাকর্মীদের জীবনধারণের মান এবং কাজের পরিস্থিতি উন্নতিসাধনে এক সুনির্দিষ্ট নীতি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তিনি জানিয়েছেন। 

এনএইচআরসি ইন্ডিয়ার সদস্য বিচারপতি (ডঃ) বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গি বলেন, গ্রামাঞ্চলগুলিতে গর্ভবতী মহিলা এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে আসেন আশাকর্মীরা। চিকিৎসকের সঙ্গে পরামর্শ তো পরে হয়। ফলে আশাকর্মীদের কাজের গুরুত্বের কথা বিবেচনা করে মর্যাদার সঙ্গে তাঁদের জীবনধারণ এবং কাজের অধিকারকে সুনিশ্চিত করতে তাঁদের যথাযথ অনুদান এবং পারিশ্রমিক দেওয়া দরকার। 

বৈঠকের আলোচ্য বিষয়কে সামনে রেখে সংস্থার মহাসচিব শ্রী ভরত লাল তিনটি কারিগরি পর্বের বিষয় উত্থাপন করেন। এই তিনটি পর্বই আশাকর্মীদের কাজের সঙ্গে জড়িত সমস্যা, তাঁদের অধিকার রক্ষায় সরকারের ভূমিকা এবং আশাকর্মীদের মর্যাদার সঙ্গে কাজের অধিকার রক্ষার বিষয়ে। তিনি বলেন, সরকার মহিলাদের ক্ষমতায়নে নানান প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখে তাঁদের নিম্ন পারিশ্রমিক, তাঁদের ওপর কাজের চাপ এবং অপ্রতুল সহায়-সম্পদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। প্রথম সারির কর্মী হিসেবে কোভিড-১৯ অতিমারির সময় আশাকর্মীদের ভূমিকা দৃষ্টান্ত হয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লুএইচও তা স্বীকার করেছে। 

অন্য অনেকেই এই আলোচনায় যোগ দেন। আশাকর্মীদের বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে তা হল, তাদের প্রাথমিক কর্মীর মর্যাদাদান সেইসঙ্গে তাঁদের মাসিক বেতন বেঁধে দেওয়া, তাঁদের সামাজিক সুরক্ষা, পেনশন এবং সবেতন ছুটি প্রভৃতি গুরুত্বের সঙ্গে বিচার-বিবেচনা করা। সমস্ত রাজ্য জুড়েই তাঁদের ভাতাগত একটা সমন্বয় বিধান করা এবং ন্যূনতম মজুরি সংক্রান্ত নিয়মবিধি চালু করা। তাদের জন্য স্বাস্থ্য বিমা, মাতৃত্বকালীন সুবিধা এবং দুর্ঘটনা জনিত সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি উঠে এসেছে। সেইসঙ্গে তাঁদের পরিবহণ খরচ, কর্মক্ষেত্রে তাঁদের বিশ্রামের সুযোগ এবং ব্যক্তিগত সুরক্ষা সহায়ক সরঞ্জাম বিনামূল্যে দেওয়া। কোনরকম হিংসাশ্রয়ী ঘটনার তাঁরা যাতে শিকার না হন এবং সমস্ত এলাকাতেই আশাকর্মীদের নিরাপদ কাজের পরিস্থিতি তৈরির কথা বলা হয়েছে। আরও নানা বিষয়ের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সরকারি-বেসরকারি যৌথ সহযোগিতায় আশাকর্মীদের জন্য উপযুক্ত কর্ম সম্ভাবনার বাতাবরণ গড়ে তোলার কথাও বলা হয়। 

কমিশনের তরফে বলা হয়েছে আশাকর্মীদের সামগ্রিক উন্নতিকল্পে আগামীদিনে আরও নানা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।   


SC/AB/NS


(Release ID: 2105265) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi , Tamil