ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত গমের মজুতসীমা সংশোধন কেন্দ্রের
Posted On:
20 FEB 2025 8:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
গমের দামের উপর ক্রমাগত নজর রেখে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ রবি মরশুমে গম উৎপাদিত হয়েছে ১,১৩২ লক্ষ মেট্রিক টন। দেশে এই মুহূর্তে পর্যাপ্ত গম মজুত রয়েছে। তথাপি সামগ্রিক খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করা এবং অসাধু মজুতদারদের রুখতে সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ব্যবসায়ী/পাইকারি/খুচরো কারবারীদের জন্য ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত গমের মজুতসীমা বেঁধে দিয়েছে। বর্তমানে ব্যবসায়ী/পাইকারীদের গমের মজুতসীমা রয়েছে ১ হাজার মেট্রিক টন। এখন তা কমিয়ে ২৫০ মেট্রিক টন হয়েছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিটি আউটলেটে এই সীমা ৫ মেট্রিক টন থেকে কমিয়ে ৪ মেট্রিক টন করা হয়েছে।
সবধরনের গম মজুতকারীদের পোর্টালে (https://evegoils.nic.in/wsp/login) গমের মজুতসীমা নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে কোনও ধরনের বিধিভঙ্গের প্রমাণ পাওয়া গেলে, অত্যাবশ্যক পণ্য আইন, ১৯৫৫’র ধারা ৬ ও ৭ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
SC/MP/SB…
(Release ID: 2105230)
Visitor Counter : 6