প্রতিরক্ষামন্ত্রক
কম্বোডিয়ার সিহানুকভিল্লে বন্দর ত্যাগ ভারতীয় নৌ-বাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের
Posted On:
19 FEB 2025 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
সফল সফর শেষ করে ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কম্বোডিয়ার সিহানুকভিল্লে বন্দর ছাড়ল ভারতীয় নৌ-বাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন। আইএনএস সুজাতা এবং আইসিজিএস বীরাকে নিয়ে গঠিত এই স্কোয়াড্রন তিন দিনের সফরে রয়্যাল কম্বোডিয়ান নৌ-বাহিনীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে।
সংবাদ মাধ্যমের সঙ্গেও এক একান্ত আলাপচারিতার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আইএনএস সুজাতা এবং আইসিজিএস বীরার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দু’দেশের নৌ-বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং আঞ্চলিক সুরক্ষার বিষয়ও। এই শুভেচ্ছা সফরে দু’দেশের নৌ-বাহিনীর সদস্যরা প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং ভারত ও কম্বোডিয়ার নৌ-বাহিনীর আধিকারিকদের জন্য এক বিশেষ অভ্যর্থনারও আয়োজন করা হয়।
SC/MP/SB
(Release ID: 2104904)
Visitor Counter : 9