রাষ্ট্রপতিরসচিবালয়
ভারতের রাষ্ট্রপতিকে নিজেদের পরিচয়পত্র দিয়েছেন ৫টি দেশের রাষ্ট্রদূতরা
Posted On:
17 FEB 2025 2:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আজ ৫টি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন। যেসব দেশের রাষ্ট্রদূতরা তাঁদের পরিচয়পত্র দিয়েছেন, তাঁরা হলেন – কম্বোডিয়ার রাষ্ট্রদূত রথ মেনি, মলদ্বীপের রাষ্ট্রদূত এইসাথ আজিমা, সোমালিয়ার রাষ্ট্রদূত ডঃ আব্দুল্লাহি মহম্মদ ওদোওয়া, কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মারসন আগুলেরা এবং নেপালের রাষ্ট্রদূত হলেন ডঃ শঙ্কর প্রসাদ শর্মা।
SC/PM/SB
(Release ID: 2104116)
Visitor Counter : 17