বস্ত্রমন্ত্রক
ভারতের সমৃদ্ধশালী তাঁতবস্ত্র এবং হস্তশিল্পের ঐতিহ্যকে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং ইন্ডি হাট বা ভারত হাটের উদ্বোধন করেছেন
प्रविष्टि तिथि:
13 FEB 2025 8:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং নতুন দিল্লির ন্যাশনাল ক্রাফ্ট মিউজিয়াম অ্যান্ড হস্তকলা অ্যাকাডেমিতে ইন্ডি হাট বা ভারত হাটের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই হাট শুধু একটি প্রদর্শনী নয়, একইসঙ্গে ভারতের সমৃদ্ধশালী তাঁতবস্ত্র এবং হস্তশিল্পের ঐতিহ্যকে তুলে ধরার জায়গা। এর মাধ্যমে ঐতিহ্যবাহী কারুশিল্পকে শুধুমাত্র সংরক্ষণই করা যাবে না, পাশাপাশি কারিগর এবং তাঁতিরা বিশ্ব বাজারে সরাসরি প্রবেশাধিকারে সুযোগ পাবেন।
১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই হাট চলবে। এখানে দেশ-বিদেশের দর্শকদের কাছে ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলা প্রদর্শনের সুযোগ রয়েছে। এতে অংশগ্রহণকারী হস্তশিল্পী কারিগররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান ধরনের কারুশিল্প নিয়ে হাজির হয়েছেন। এর মধ্যে রয়েছে গুলাবী মিনাকারি, মিথিলা পেন্টিং, কালো মৃৎপাত্র, চাম্বা রুমাল ইত্যাদি। তাঁত বস্ত্রের মধ্যে রয়েছে জামদানি শাড়ি, মুগা শাড়ি, পশমিনা শাল প্রমুখ।
এই হাটে আসা দর্শকরা ঐতিহ্যবাহী কারুশিল্প নির্মাণের সরাসরি অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এমনকি কারিগরদের সঙ্গে কথাও বলতে পারবেন। এতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ যেমন বাড়বে, তেমনই কারিগরদের আর্থিক ক্ষমতায়নের পথও সুপ্রশস্থ হবে।
SC/SS/NS
(रिलीज़ आईडी: 2103184)
आगंतुक पटल : 53