আয়ুষ
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব : চিরাচরিত ওষুধের গুণমানের নিশ্চয়তার জন্য ভারত এবং ইন্দোনেশিয়ার অংশীদারিত্ব মাইলফলক
Posted On:
13 FEB 2025 1:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে ২৫ জানুয়ারি ২০২৫ –এ ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সমঝোতা পত্রের হস্তান্তরের সাক্ষী থাকলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পাবও সুবিয়ান্তো। সমঝোতা পত্রগুলির একটি হল চিরাচরিত ওষুধের গুণমানের নিশ্চয়তা বিষয়ক। এটি স্বাক্ষরিত হয়েছে আয়ুষ মন্ত্রকের ফার্মাকোপিয়া কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি এবং ইন্দোনেশিয়ান ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির মধ্যে।
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব বলেছেন, এই সমঝোতা আন্তর্জাতিক মান বৃদ্ধি করবে। চিরাচরিত ওষুধের নিরাপত্তা, কার্যকারিতা এবং গুণমান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই মূল্যবান স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও সুসংহত এবং বিজ্ঞানসম্মত করবে।
এই সমঝোতা অনুসারে চিরাচরিত ওষুধের জন্য নিয়ন্ত্রণমূলক সংস্থান সংক্রান্ত তথ্য এবং দক্ষতা বিনিময় করা হবে। পেশাদারী জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা চক্র, কর্ম শিবির এবং প্রশিক্ষণ কর্মসূচির মতো ক্ষমতাবর্ধক উদ্যোগ নেওয়া হবে। দু-দেশের নিয়ামক প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হতে পারস্পরিক সফর হবে। চিরাচরিত ওষুধ সংক্রান্ত আন্তর্জাতিক অনুষ্ঠানে দুই দেশ একসঙ্গে যোগ দেবে। চিরাচরিত ওষুধ নির্মাতা শিল্প এবং সংস্থাগুলির জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে। এছাড়াও আলোচনা সাপেক্ষে সহযোগিতার পরিসর বৃদ্ধি করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে এই সমঝোতা পত্র বিনিময় করেন দুই দেশের বিদেশ মন্ত্রী। এতে দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলকের সৃষ্টি হল।
আন্তর্জাতিক স্তরে চিরাচরিত ওষুধের স্বীকৃতি, প্রাপ্তি এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে দুই দেশই তাদের সমৃদ্ধ চিরাচরিত ওষুধ এবং চিকিৎসা প্রণালীর সংরক্ষণ এবং উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে। তারই সূচনা হল দুই দেশের এই অংশীদারিত্বে।
SC/AP/SG
(Release ID: 2102836)