সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সরকার স্বীকৃত ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক ও শিক্ষাগত ক্ষমতায়নের লক্ষ্যে দেশ জুড়ে সুনির্দিষ্ট প্রকল্প রূপায়িত করছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

Posted On: 10 FEB 2025 8:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি ২০২৫

 

আর্থিক ভাবে দুর্বল ও অনগ্রসর সংখ্যালঘু শ্রেণির পাশাপাশি সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তর। কেন্দ্রীয়ভাবে স্বীকৃত ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক ও শিক্ষাগত ক্ষমতায়নের লক্ষ্যে দেশ জুড়ে সুনির্দিষ্ট প্রকল্প রূপায়িত করে চলেছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। 

১. শিক্ষাগত ক্ষমতায়ন প্রকল্পসমূহ –
 ক) প্রাক-ম্যাট্রিক, খ) ম্যাট্রিক পরবর্তী, গ) মেধা ও আয় ভিত্তিক বৃত্তি

২. কর্মসংস্থান ও আর্থিক ক্ষমতায়ন কর্মসূচি – 
 ক) প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন (পিএম বিকাশ), খ) সংখ্যালঘুদের বিশেষ ছাড়ে ঋণ প্রদানের লক্ষ্যে জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (এনএমডিএফসি)-এর সহায়তা

৩. পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প –
 ক) প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম (পিএমজেভিকে)

সংখ্যালঘুদের দক্ষতা বৃদ্ধি, জীবন-জীবিকার ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উন্নততর পরিকাঠামো, উন্নত স্বাস্থ্য এবং সামগ্রিক কল্যাণে এই সব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু। 
 

SC/MP/AS


(Release ID: 2101643) Visitor Counter : 32
Read this release in: English , Urdu , Hindi