সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
সংখ্যালঘুদের উন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ দফা কর্মসূচি
Posted On:
10 FEB 2025 8:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি ২০২৫
সংখ্যালঘুদের কল্যাণে প্রধানমন্ত্রীর নতুন ১৫ দফা কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রক/ দপ্তরের প্রকল্প ও উদ্যোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত দুর্বলতর শ্রেণির ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরকারি কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সমান সুযোগ-সুবিধা পাবেন এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা নেবেন।
এই সব প্রকল্পের মধ্যে রয়েছে –
১. প্রাক-ম্যাট্রিক বৃত্তি প্রকল্প
২. ম্যাট্রিক-পরবর্তী বৃত্তি প্রকল্প
৩. মেধা ও আয় ভিত্তিক বৃত্তি প্রকল্প
৪. জাতীয় সংখ্যালঘু উন্নয়ন অর্থ নিগম (এনএমডিএফসি)-এর ঋণ প্রকল্প
৫. সমগ্র শিক্ষা অভিযান
৬. দীন দয়াল অন্ত্যোদয় প্রকল্প
৭. দীন দয়াল উপাধ্যায় – গ্রামীণ কৌশল্যা যোজনা
৮. প্রধানমন্ত্রী আবাস যোজনা
৯. দীন দয়াল অন্ত্যোদয় যোজানা – জাতীয় নগর জীবিকা মিশন
১০. অগ্রাধিকার ক্ষেত্রে ব্যাঙ্কের ঋণ
১১. প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
১২. পোষণ অভিযান
১৩. জাতীয় স্বাস্থ্য মিশন
১৪. আয়ুষ্মান ভারত
১৫. জাতীয় গ্রামীণ পানীয় জল প্রকল্প (জল জীবন মিশন)
সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তর এই কর্মসূচিগুলি রূপায়িত করছে। রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু।
SC/MP/AS
(Release ID: 2101630)
Visitor Counter : 5