শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও ইজরায়েল বাণিজ্য ও সিইও ফোরাম দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে

Posted On: 10 FEB 2025 8:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ 

 

ভারত ও ইজরায়েল, ভারত – ইজরায়েল বাণিজ্য ও সিইও ফোরামের সঙ্গে নিজেদের আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করতে প্রস্তুত। ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে নতুন দিল্লিতে এই অনুষ্ঠান হবে। এই ফোরাম বা মঞ্চ আর্থিক সহায়তা, কারিগরি সহায়তা এবং বিনিয়োগের জন্য নতুন পথ অনুসন্ধানে দু’দেশের শীর্ষ বাণিজ্য নেতা, নীতি-নির্মাতা ও উদ্যোগপতিদের একজোট করবে। 
ভারত সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রকের উদ্যোগ এবং অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক বিভাগ (ডিপিআইটি) ও ইজরায়েল দূতাবাস এবং ভারতীয় উদ্যোগ সংঘ (সিআইআই) একযোগে এই ভারত – ইজরায়েল বাণিজ্য মঞ্চের আয়োজন করছে। এই মঞ্চে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগ বাড়াতে এবং ভারত ও ইজরায়েলের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন পথ অনুসন্ধানে সহায়তা করবে। 
এই মঞ্চে ইজরায়েলের অর্থনীতি ও শিল্প মন্ত্রী নির এম বরকতের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের ইজরায়েলি বাণিজ্য প্রতিনিধি দল অংশ নেবে। এতে সেদেশের স্বাস্থ্য সেবা, কৃষি, কারিগরি, প্রতিরক্ষা, মাতৃভূমির সুরক্ষা, জল বন্টন, লজিস্টিক্স এবং খুচরো বিক্রির মতো ক্ষেত্রগুলির প্রতিনিধিরা যোগ দেবেন। 
এই অনুষ্ঠানের উদ্বোধনের পর প্যানেল পর্যায়ের আলোচনা ও বি২বি বৈঠক হবে। এখানে ভারত ও ইজরায়েলের বাণিজ্যিক নেতারা যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। ভারত সরকার ও ইজরায়েল সরকারের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন। 
প্রযুক্তি ক্ষেত্র এবং উদ্ভাবন ও উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েল যৌথভাবে যুক্ত। আন্তর্জাতিক বাজারে উৎপাদন ক্ষেত্রে ভারতের ক্রমশ উন্নতি হচ্ছে। এই মঞ্চ বি২বি এবং জি২বি-র জন্য কৌশলগত মঞ্চ গড়ে তুলতে সহায়ক হবে। 
এই বাণিজ্য মঞ্চের পাশাপাশি, ফিকি ভারত – ইজরায়েল সিইও মঞ্চে শীর্ষ স্থানীয় সিইও-দের একটি সমাবেশও আয়োজন করবে। এখানে শিল্পপতিরা বিনিয়োগের সম্ভাবনা ও নীতি-নির্ধারণ নিয়ে আলোচনার সুযোগ পাবেন।
ভারত ও ইজরায়েলে এই সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে মূল লক্ষ্য প্রযুক্তি ও উদ্ভাবনে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিবর্তন এবং স্মার্ট উদ্ভাবনে। এছাড়াও, প্রতিরক্ষা নিরাপত্তা অংশীদারিত্ব মজবুত করতে প্রতিরক্ষা প্রযুক্তির সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে যৌথ উদ্যোগ নেওয়া হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল সংরক্ষণ, স্বচ্ছ প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো হবে। এছাড়া, কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ইজরায়েলের বিশেষজ্ঞদের মতামত সহায়ক হবে। 
ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে। ক্রীড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতু ছাড়াও ইঞ্জিনিয়ারিং সামগ্রী, ইলেক্ট্রনিক্স, প্রতিরক্ষা ও কৃষি পণ্যের ক্ষেত্রেও দু’দেশের আদান-প্রদান ক্রমশ বাড়ছে।
ভারতে ইজরায়েলের বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে। ইজরায়েলের কোম্পানীগুলি পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল প্রযুক্তি, প্রতিরক্ষা ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছে। পাশাপাশি, ভারতীয় কোম্পানীগুলিও ফার্মাসিউটিক্যালস্‌, তথ্য প্রযুক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে। 
ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে। ইজরায়েলও ক্রমশ তাদের অর্থনৈতিক সহযোগিতা মজবুত করছে। ভারত ও ইজরায়েলের অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার লক্ষ্যে এই মঞ্চ ও অর্থনৈতিক সহযোগিতা বিশেষ ভূমিকা পালন করবে। 

 

SC/PM/SB


(Release ID: 2101628) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi