প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও স্পেনের প্রতিরক্ষা মন্ত্রকের পঞ্চম যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে

Posted On: 06 FEB 2025 5:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি , ২০২৫

 

ভারত ও স্পেনের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে পঞ্চম যৌথ কর্মীগোষ্ঠী (জেডব্লুজি)-এর বৈঠক ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব শ্রী অমিতাভ প্রসাদ এবং প্রতিরক্ষা নীতি মহাসচিবের কূটনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল পাওলিন গার্সিয়া ডিয়েগো।

উভয় পক্ষ চলতি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি পর্যালোচনা করেছে এবং সমুদ্র ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কর্মসূচির পরিকল্পনা নিয়ে আলোচনা করে। প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তি এবং অস্ত্র উৎপাদন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধিতে জোর দিতে সম্মত হয়েছে দুই দেশ। 

প্রতিরক্ষা বিমান খাতে প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প এয়ারবাস স্পেন এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের সঙ্গে C295 প্রকল্প আরও ভারতীয় ও স্প্যানিশ কোম্পানীগুলিকে একযোগে কাজ করতে উৎসাহিত করেছে। 


SC/PM/NS


(Release ID: 2100369) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi , Tamil