ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ভারত-ব্রিটেন সহযোগিতা মজবুত করার লক্ষ্যে গ্রীন হাইড্রোজেন নিয়ে কর্মশালা
Posted On:
06 FEB 2025 2:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি , ২০২৫
গ্রীন হাইড্রোজেন উৎপাদন ও নিয়ন্ত্রণের মাধ্যমে হাইড্রোজেনের মান্যতা স্থির করার জন্য ভারত ও ব্রিটেন সহযোগিতা মজবুত করার লক্ষ্যে নতুন দিল্লিতে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। ভারত ও ব্রিটেনের গ্রীন হাইড্রোজেন উৎপাদন ও নিয়ন্ত্রণ ব্যুরো-র সহযোগিতায় এই কর্মশালা হচ্ছে।
পরিবেশ বান্ধব হাইড্রোজেন নিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে এই কর্মশালা পরিচ্ছন্ন শক্তির রূপান্তর অর্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে এক মাইলফলক। কর্মশালায় বিএসআই-এর শক্তি ক্ষেত্রের প্রধান শ্রীমতী অ্যাবে ডোরিয়ান বলেন, নেট জিরো ভবিষ্যতের লক্ষ্য পূরণে ভারত ও ব্রিটেনের দিশা এক। জাতীয় গ্রীন হাইড্রোজেন মিশনের আওতায় বিআইএস-এর উদ্যোগকে মজবুত করতে এই কর্মশালা বিশেষভাবে সহায়ক হবে।
এই কর্মশালায় নীতি নির্ধারক, কারিগরি বিশেষজ্ঞ এবং ভারত ও ব্রিটেনের শিল্প নেতারা যোগ দিয়েছেন। বিআইএস-এর উপ-নির্দেশক শ্রী রাজীব কুমার এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাইকমিশনের জলবায়ু ও শক্তি বিষয়ক প্রধান শ্রীমতী লওরা আয়লেট। এছাড়াও বিএসআই-এর শক্তি ক্ষেত্রের প্রধান আবে ডোরিয়ান এতে যোগ দেন। গ্রীন হাইড্রোজেন ক্ষেত্রে উদ্ভাবন ও সুসংহত ব্যবস্থা বজায় রাখতে ভারত ও ব্রিটেন তাদের যৌথ লক্ষ্যের কথা উল্লেখ করেন।
SC/ PM /NS
(Release ID: 2100243)
Visitor Counter : 9