পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রসাদ কর্মসূচির অধীনে তীর্থক্ষেত্রের রূপান্তর

Posted On: 03 FEB 2025 4:32PM by PIB Kolkata

নতুনদিল্লি ৩ ফেব্রুয়ারি ২০২৫

 

পর্যটন মন্ত্রক “পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচ্যুয়াল, হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ” (পিআরএএসএইচএডি)-এর অধীনে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আর্থিক সহায়তা প্রদান করা হয় চিহ্নিত তীর্থ ক্ষেত্র এবং ঐতিহ্যশালী গন্তব্যগুলির পর্যটন পরিকাঠামো উন্নয়নে।

এই কর্মসূচিতে পরিকাঠামো উন্নয়নে যে যে বিষয়ে সাহায্য করা হয়, সেগুলি হল- সড়ক, রেল এবং জলপথ পরিবহনে যাত্রীদের জন্য টার্মিনাল, এটিএম এবং মুদ্রা বিনিময় কাউন্টার সহ পর্যটকদের জন্য বুনিয়াদি সুবিধার ব্যবস্থা, গন্তব্যস্থল পর্যন্ত সড়ক যোগাযোগের উন্নতি, পরিবেশবান্ধব পরিবহনের জন্য উপাদান সংগ্রহ, লাইট অ্যান্ড সাউন্ড শো-এর মতো পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পার্কিং, শৌচাগার, বিশ্রামকক্ষ, জামা কাপড় রাখার জায়গা, হাট, বাজার, স্মারক বিক্রয় কেন্দ্র ইত্যাদি। 

এই কর্মসূচিতে মহারাষ্ট্রের ৩টি স্থান বেছে নেওয়া হয়েছে, সেগুলি হল শ্রীগুরুস্নেশ্বর শিবালয়, তুলজাপুর এবং শ্রীক্ষেত্র রাজুর। রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পর্যটন প্রকল্পের জন্য আর্থিক সহায়তাদানের প্রস্তাব একটি সাধারণ প্রক্রিয়া যা চলতেই থাকে। সমস্ত বিধি নিয়ম মেনে প্রস্তাবগুলি খুঁটিয়ে দেখা হয় এবং শর্ত মানা হলে এবং অর্থের সংস্থান হলে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

 

SC/AP/CS


(Release ID: 2099410) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi