পরিবেশওঅরণ্যমন্ত্রক
সংসদে প্রশ্ন: মেয়াদ উত্তীর্ণ হওয়া গাড়ি সংক্রান্ত ২০২৫-এর বিধির মান্যতা
Posted On:
03 FEB 2025 3:42PM by PIB Kolkata
নতুনদিল্লি ৩ ফেব্রুয়ারি ২০২৫
পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক মেয়াদ উত্তীর্ণ হওয়া গাড়ির পরিবেশগত উন্নত ব্যবস্থাপণার জন্য ৬ জানুয়ারি ২০২৫ তারিখে এনভায়রনমেন্ট প্রোটেকশন (এন্ড অফ লাইফ ভেহিকেলস) রুলস ২০২৫ বিজ্ঞাপিত করেছে। এই বিধিগুলির ভিত্তি এক্সটেনডেড প্রোডিউসার রেশপনসিবিলিটি(ইপিআর) নীতি, যেখানে গাড়ির প্রস্তুতকারকদের বাধ্যতামূলক ইপিআর লক্ষ্য দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ গাড়ি বাতিল করতে। এই বিধির আওতায় পরিবহন এবং পরিবহনের জন্য নয় এমন সব গাড়ি পড়ে। শুধুমাত্র কৃষি কাজে ব্যবহৃত ট্র্যাক্টর, ট্রেলার, কমবাইন হারভেস্টার এবং পাওয়ার টিলারের ক্ষেত্রে্ এই বিধি প্রযোজ্য নয়।
এই বিধি অনুযায়ী ২০২৫-২৬ থেকে মেয়াদ উত্তীর্ণ গাড়ি বাতিলের বার্ষিক লক্ষ্য স্থির করা হয়েছে, পরিবহনের কাজে ব্যবহৃত ১৫ বছর আগে বাজারে আসা গাড়ি এবং পরিবহন ছাড়া অন্য কাজে ব্যবহৃত ২০ বছর আগে বাজারে আসা গাড়ির জন্য।
নথিভুক্ত গাড়ি বাতিল সুবিধা (আরভিএসএফ) –এ মেয়াদ উত্তীর্ণ বা অচল গাড়ি বাতিল করার জন্য গ্রহন করা বাধ্যতামূলক। এরপর, পরিবেশ পরিচ্ছন্ন রেখে সেগুলি বাতিলের কাজ করা বাধ্যতামূলক। বাতিল গাড়ির টুকরো পাঠাতে হয় নথিভুক্ত রিসাইক্লার অথবা রিফার্বিশারের কাছে। যে যন্ত্রাংশ রিসাইকেল বা রিফার্বিশ করা যায় না, তেমন ক্ষতিকারক উপকরণগুলি পাঠাতে হয় সাধারণ ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপণা, মজুত কেন্দ্রে যেগুলি হ্যাজার্ডাস অ্যান্ড আদার ওয়েস্ট (ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট) বিধি ২০১৬ মোতাবেক নথিভুক্ত।
মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে নির্ধারিত বিক্রয় কেন্দ্র, সংগ্রহ কেন্দ্র অথবা আরভিএসএফ-এ গাড়ি জমা দেওয়া বাধ্যতামূলক।
বিধি লঙ্ঘণ করলে বা মানা না হলে উৎপাদকের ক্ষেত্রে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং আরভিএসএফ বা একলপ্তে অনেক গাড়ির ক্রেতার ক্ষেত্রে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড(এসপিসিভি)- তে শুনানির পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সংস্থান আছে বিধিতে।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং।
SC/AP/CS
(Release ID: 2099242)
Visitor Counter : 33