খনিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৪-২৫ অর্থবর্ষে এপ্রিল-ডিসেম্বর সময়কালে লোহা ভিন্ন অন্য ধাতু সহ অন্যান্য খনিজ পদার্থের উৎপাদন বেড়েছে

Posted On: 03 FEB 2025 12:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল-ডিসেম্বর সময়কালে দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।  এমসিডিআর খনিজ পদার্থের মোট উৎপাদনের মধ্যে ৬৯ শতাংশ আকরিক লোহা উৎপাদিত হয়েছে । ২০২৩-২৪ অর্থবর্ষে আকরিক লোহার উৎপাদন ছিল ২৭৪ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি)। এর মধ্যে ঐ অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালে আকরিক লোহা উৎপাদনের পরিমাণ ছিল ২০৮ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবর্ষের এই সময়কালে তা ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ম্যাঙ্গানিজের উৎপাদন ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালে পূর্ববর্তী বছরের তুলনায় ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৬ এমএমটি হয়েছে। ক্রোমাইটের উৎপাদন আগের বছরের এই সময়কালের তুলনায় ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৩ এমএমটি হয়েছে। বক্সাইটের উৎপাদন ২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল-ডিসেম্বর সময়কালে ছিল ১৭ এমএমটি। ২০২৪-২৫ অর্থবর্ষের এই সময়কালে তা ৬.৫ শতাংশ বেড়ে হয়েছে ১৮.১ শতাংশ। 

লোহা ভিন্ন অন্য ধাতব খনিজ পদার্থের মধ্যে অ্যালুমিনিয়ামের উৎপাদন ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল-ডিসেম্বর সময়কালে পূর্ববর্তী অর্থবর্ষের সংশ্লিষ্ট সময়ের তুলনায় ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১.৫৬ লক্ষ টন-এ পৌঁছেছে। এই সময়কালে উন্নত তামার উৎপাদন ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৯৬ লক্ষ টন-এ পৌঁছেছে।  

উন্নত তামা উৎপাদনের নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ভারত। আকরিক লোহা উৎপাদনের নিরিখে ভারতের স্থান চতুর্থ। মূলত ইস্পাত শিল্পের চাহিদা পূরণের জন্যই বর্তমান অর্থবর্ষে আকরিক লোহার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জ্বালানী, পরিকাঠামো, নির্মাণ শিল্প, গাড়ি শিল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পে শক্তিশালী অর্থনৈতিক তৎপরতার কারণে অ্যালুমিনিয়াম এবং তামার উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

SC/CB/DM..


(Release ID: 2099139) Visitor Counter : 106
Read this release in: Tamil , English , Urdu , Hindi