নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

“মহিলাদের ক্ষমতায়ণ এবং ভারতের রূপান্তর” নিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক ২০২৫-এর সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ২০০-র বেশি ক্ষেত্র কর্মীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে

प्रविष्टि तिथि: 26 JAN 2025 8:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি , ২০২৫

 

নতুন দিল্লির কর্তব্য পথে ২০২৫-এর সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক দেশের নানা প্রান্ত থেকে ২০০-র বেশি ক্ষেত্র কর্মীকে তাঁদের পতি-পত্নী অথবা সঙ্গী সহ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। অঙ্গনওয়াড়ী কর্মী, শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এবং জেলা কর্মসূচি আধিকারিক সহ এইসব কর্তব্যনিষ্ঠ কর্মীরা মন্ত্রকের নানা উদ্যোগের সঙ্গে জড়িত। 

নারী ও শিশুদের ক্ষমতায়ণে তাঁদের অমূল্য অবদানের প্রতি সম্মান জানিয়ে কাজের ভিত্তিতে তাঁদেরকে নির্বাচন করা হয়। ২৪-২৭ জানুয়ারি নতুন দিল্লিতে তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত হয়। প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নারী নেতৃত্ব প্রসারে এবং বিকশিত ভারত গড়ে তুলতে তাঁদের কেন্দ্রীয় ভূমিকাকে স্বীকৃতি দিতে সরকারি দায়বদ্ধতার দিকটিকে তুলে ধরে। প্রধানমন্ত্রী সংগ্রহালয়, কর্তব্য পথ, অক্ষরধাম মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থল তাঁরা ঘুরে দেখেন এবং দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও অগ্রগতিকে প্রত্যক্ষ করেন। 


কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী এইসব বিশেষ অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন ২৫ জানুয়ারি। সেখানে তিনি তাঁদের সঙ্গে কথাবার্তাও বলেন। 


SC/AB/NS


(रिलीज़ आईडी: 2096654) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी