প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

‘স্বর্ণিম ভারত: ঐতিহ্য ও বিকাশ’ – এর ভাবনাকে সামনে রেখে কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবস ২০২৫ সমারোহে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১০টি মন্ত্রক/দপ্তরের ট্যাবলো

Posted On: 22 JAN 2025 4:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৫ 

 

‘স্বর্ণিম ভারত: ঐতিহ্য ও বিকাশ’ – এর ভাবনাকে সামনে রেখে কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবস ২০২৫ সমারোহে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১০টি মন্ত্রক/দপ্তরের পক্ষ থেকে ট্যাবলো সাজানো হচ্ছে। এর মাধ্যমে দেশের বৈচিত্র্য এবং ক্রমপরিবর্তনশীল সাংস্কৃতিক অন্তর্ভুক্তির ভাবধারাকে তুলে ধরা হবে। 
পশ্চিমবঙ্গের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং ‘লোক প্রসার প্রকল্প’কে। এই বিষয়গুলি পশ্চিমবঙ্গে স্বনির্ভরতার বার্তা দেয়।  

 

SC/AC/SB


(Release ID: 2095312) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi