উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপ-রাষ্ট্রপতি সতর্ক করে বলেছেন, প্রলোভনের মাধ্যমে ধর্মান্তকরণ করে কোনও কোনও মহল সামাজিক জনবিন্যাসের স্থিতাবস্থাকে বিঘ্ন ঘটাতে চেষ্টা করছে
Posted On:
15 JAN 2025 8:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৫
উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় বলেছেন, আমাদের জাতীয় নায়ক ও পথপ্রদর্শকরা সর্বাঙ্গীন সমন্বয়ের যে পথ দেখিয়েছেন, কোনও কোনও মহল প্রলোভনের মাধ্যমে ধর্মান্তকরণ করে সামাজিক জনবিন্যাসের স্থিতাবস্থাকে বিঘ্ন ঘটাতে চাইছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দেশের স্বাভাবিক জনবিন্যাসের স্থিতাবস্থাকে নষ্ট করতে সংগঠিত উদ্যোগের এই অপচেষ্টা অত্যন্ত ভয়াবহ।
ছত্তিশগড়ের বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের একাদশতম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী ধনখড় বলেন, স্বাধীনতার যে মূল্যবান অধিকার আমাদের রয়েছে, তাকে নষ্ট করার কিছু অপচেষ্টা নজরে আসছে। এগুলিকে আমাদের প্রতিহত করতে হবে। সমন্বয়ের ঐতিহ্য আমাদের সভ্যতার সম্পদ, একে রক্ষা করা প্রয়োজন।
শ্রী ধনখড় বলেন, দেশ জুড়ে অভূতপূর্ব উন্নয়নের মধ্যে নকশালবাদের কোনও স্থান নেই। ছত্তিশগড়ের মতো রাজ্যে নকশালবাদকে প্রতিহত করতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, তার প্রশংসা করেন তিনি। সমাজের প্রান্তিক মানুষগুলির জন্য বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ কার্যকর করা হচ্ছে। শ্রী ধনখড় বলেন, সড়ক সংযোগ, মোবাইল সংযোগ এবং আর্থিক সংযোগের ফলে ছত্তিশগড়ের জনজীবনে আমূল পরিবর্তন এসেছে। এই রাজ্য উন্নয়নশীল রাজ্যের পরিবর্তে বর্তমানে উন্নত রাজ্য হয়ে ওঠার চালিকাশক্তিতে রূপান্তরিত হয়েছে। পরিবর্তনের এই যাত্রায় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের বিভিন্ন শহর কিংবা আদিবাসী অধ্যুষিত অঞ্চল – সর্বত্রই যুবক-যুবতীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির সুফলকে কাজে লাগাচ্ছেন।
ছত্তিশগড়ের খনিজ সম্পদের প্রাচুর্য্যের প্রসঙ্গটি উল্লেখ করে উপ-রাষ্ট্রপতি বলেন, কেউ কেউ চেয়েছিলেন, এই সম্পদের সুফল রাজ্যের সিংহভাগ মানুষকে বঞ্চিত করে তাঁরা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখবেন। কিন্তু কর্পোরেট জগৎ, রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে সকলকেই নিশ্চিত করতে হবে যে, খনিজ সম্পদের সুফল যাতে প্রত্যেকের কাছে পৌঁছয়। এক্ষেত্রে আদিবাসী কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ভারতের উন্নয়ন যাত্রার মূল ভিত হ’ল সর্বাঙ্গীন উদ্যোগ। আর্থ-সামাজিক কল্যাণে সরকারের বিভিন্ন নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ১৪০ কোটি মানুষের প্রত্যেকের কাছে বর্তমানে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।
সেনা দিবসে তাঁর ছত্তিশগড় সফরের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী ধনখড় বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের অধ্যবসায় ও প্রাণবন্ত উদ্যোগের মধ্য দিয়ে প্রকৃত দেশপ্রেমের ধারণা আমরা পাই। তাঁদের নিঃস্বার্থ দেশ সেবা দেশের অমূল্য মানবসম্পদের প্রতিফলন। সুপ্রশাসনের মাধ্যমে নতুন নতুন উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় বলে উল্লেখ করে তিনি জানান, তরুণ প্রজন্ম নতুন কোনও কিছু করতে পিছ পা হন না। প্রশাসনের ইতিবাচক ভূমিকা এবং যথাযথ নীতি বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হয়। শ্রী ধনখড় গুরু ঘাসিদাসকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ঐক্য, সাম্য ও সমন্বয়ের যে শিক্ষা তিনি আমাদের দিয়েছেন, তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকৃত নিদর্শন।
অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী রমেন ডেকা, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী তোখান সাহু, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণুদেও সাঁই, উপ-মুখ্যমন্ত্রী শ্রী অরুণ সাও এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অলোক কুমার চাক্রাওয়াল উপস্থিত ছিলেন।
SC/CB/SB
(Release ID: 2093347)
Visitor Counter : 13