বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ডিএসসিআই-এর সহযোগিতায় ‘সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ ২.০’-এর সূচনা করেছে। সব মিলিয়ে পুরস্কার মূল্য ৬.৮৫ কোটি টাকা
Posted On:
15 JAN 2025 7:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি , ২০২৫
ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ অর্থাৎ সিএসজিসি ২.০-এর আজ সূচনা করেছেন সচিব শ্রী এস কৃষ্ণণ। এটি রূপায়ণ করছে ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিএসসিআই)।
এই উদ্যোগের লক্ষ্য দেশের সাইবার নিরাপত্তার সক্ষমতা জোরদার করা এবং ক্ষমতা বর্ধন করা যাতে আরও নিরাপদ ডিজিটাল ভবিষ্যতের পথ তৈরি হয়। উল্লেখযোগ্যভাবে সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জের মোট পুরস্কার মূল্য গতবারের ৩.২ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার ৬.৮৫ কোটি টাকা করা হয়েছে। ফলে এটি অত্যন্ত আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা হয়ে উঠেছে।
নাম নথিভুক্তিকরণ চলছে। এই বিষয়ে সমস্ত তথ্য জানা যাবে https://innovateindia.mygov.in/cyber-security-grand-challenge/-তে।
উদ্ভাবক, স্টার্টআপ এবং নতুন উদ্যোগপতিদের এই গ্র্যান্ড চ্যালেঞ্জে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রক। এর অন্যতম বৈশিষ্ট্য হল, চ্যালেঞ্জের অঙ্গ হিসেবে স্টার্টআপগুলি যে পদ্ধতি বা প্রণালীর উদ্ভাবন করবে, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) বা মেধাস্বত্বের মালিকানা থাকবে তাদেরই। সিএসজিসি-২.০-এর গোটা প্রক্রিয়াটি চলবে নানা পর্যায়ে এবং প্রতিটি পর্যায়ে পরামর্শ দেওয়া হবে।
গ্র্যান্ড চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট ৬টি সমস্যার সমাধান বের করতে হবে। যার মধ্যে আছে এপিআই সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, উইয়ারেবল ডিভাইস সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ক্লোন অ্যান্ড ফেক অ্যাপ মিটিগেশন, এআই ফর থ্রেট ডিটেকশন অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স এবং নেক্সট-জেনারেশন বায়োমেট্রিক সিস্টেম সিকিউরিটি।
SC/AP/NS
(Release ID: 2093296)
Visitor Counter : 25