অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
মণিপুরের সঙ্গে সংযোগকারী অ্যালায়েন্স এয়ার-এর ৩টি নতুন বিমান পরিষেবা চালু হয়েছে
Posted On:
15 JAN 2025 4:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি , ২০২৫
কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী রামমোহন নাইডু আজ মণিপুরের সঙ্গে সংযোগকারী দুটি নতুন রুট সহ মোট ৩টি রুটে অ্যালায়েন্স এয়ারের বিমান পরিষেবার সূচনা করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অ্যালায়েন্স এয়ারের বিমান ইম্ফল থেকে ডিমাপুরের মধ্যে সংযোগের পাশাপাশি এখন ইম্ফল থেকে কলকাতা এবং ইম্ফল-গুয়াহাটির মধ্যে এই নতুন রুটে যাতায়াত করবে।
কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং মণিপুর সরকারের যৌথ প্রয়াসের অঙ্গ হিসেবে এই বিমান পরিষেবা চালু হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু মণিপুরের মুখ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ‘অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট’ মন্ত্রের মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নকে দেশের অন্য অংশের সঙ্গে যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এই নতুন বিমান পরিষেবা যোগাযোগ ত্বরান্বিত করবে, বিনিয়োগ বৃদ্ধি করবে, ব্যবসায় নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসবে। এর ফলে মণিপুরে কর্মসংস্থান সৃষ্টি হবে। শ্রী নাইডু বলেন, এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন ক্ষেত্রের প্রসার ঘটবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি মণিপুরের যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান, অর্থনীতি এবং ক্ষমতায়নের সুযোগ তৈরি করবে।
কেন্দ্রীয় মন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের কথা তুলে ধরে জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উড়ান এবং অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দিয়েছেন যাতে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খা পূরণ হতে পারে। ইম্ফল বিমান বন্দর সহ উত্তর-পূর্বাঞ্চল জুড়ে বিমান বন্দরগুলির উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান ২০৪৭ তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং।
SC/SS/NS
(Release ID: 2093146)