প্রতিরক্ষামন্ত্রক
৭৭তম সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য পেশাদার মনোভাব এবং দেশ গঠনের কাজে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রশংসা করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ
Posted On:
15 JAN 2025 10:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৫
৭৭তম সেনা দিবস উপলক্ষে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। এই উপলক্ষে এক বার্তায় সিডিএস বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর অধ্যবসায়, সাহস, অদম্য মানসিকতা এবং পেশাদার মনোভাবকে স্বীকৃতি দেওয়ার দিন আজ। দেশের নিরাপত্তা এবং অখন্ডতা বজায় ক্ষেত্রে সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে অবিচলভাবে কর্তব্য পালন করছে। যে কোনও ধরনের সমস্যা মোকাবিলায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নিঃস্বার্থভাবে দেশ সেবার ঐতিহ্য ভারতীয় সেনার রয়েছে। যে কোনও পরিস্থিতিতে দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকেন।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রণকৌশলে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করে জেনারেল চৌহান বলেন, এখন নতুন নতুন পন্থা-পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে – সাইবার জগৎ এবং কৃত্রিম মেধার সাহায্যে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা। ভূ-রাজনৈতিক বাধ্যবাধকতার পাশাপাশি, বর্তমান সময়কালে রোবোটিক্স – এর সাহায্যে স্বয়ংক্রিয় যানবাহন পরিচালনা করা, হাইপারসনিক প্রযুক্তির মতো অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়। অতীতের মতো ভবিষ্যতে একইভাবে যুদ্ধ পরিচালনা করা হবে না বলে মন্তব্য করে সিডিএস বলেন, ভারতীয় সেনাবাহিনীকে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, বিভিন্ন রণকৌশলকে আয়ত্ত করতে হবে। তথ্য আদান-প্রদান এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজনে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিতে হবে। কর্তব্য পালনের সময় যেসব সেনানী নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেইসব বীর সৈনিকদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
আজকের এই বিশেষ দিনে সেনাবাহিনীর গৌরবাজ্জ্বল ঐতিহ্যকে বজায় রাখার আহ্বান জানিয়ে তাঁর বার্তায় সিডিএস, ভবিষ্যতের বিভিন্ন সঙ্কট মোকাবিলায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার পরামর্শ দেন। দেশ গড়ার কাজে সেনাবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে, যাতে মাতৃভূমির গৌরব অটুট থাকে ।
SC/CB/SB
(Release ID: 2093038)
Visitor Counter : 13