মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় বেশ কয়েকটি দুগ্ধ উৎপাদন ও প্রাণীসম্পদ উদ্যোগের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু
Posted On:
14 JAN 2025 2:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫
মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১৩ জানুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে ওড়িশার ময়ূরভঞ্জে বেশ কয়েকটি দুগ্ধোৎপাদন ও প্রাণীসম্পদ উদ্যোগের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পশুপালন, মৎস্যচাষ ও দুগ্ধ উৎপাদন মন্ত্রকের এই উদ্যোগগুলি গ্রামীণ এলাকায় জীবিকার সংস্থানের পাশাপাশি, পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটাবে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং, শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মানঝি প্রমুখ।
রাষ্ট্রপতি রাষ্ট্রীয় গোকুল অভিযানের আওতায় গবাদি পশু পরিচর্যা কর্মসূচিরও সূচনা করেছেন। এর আওতায় ময়ূরভঞ্জে নির্বাচিত সুবিধাপ্রাপকদের জিনগত উৎকর্ষে বলীয়ান ৩ হাজার গবাদি পশু দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গিফট মিল্ক কর্মসূচিরও সূচনা হয়েছে। এর লক্ষ্য, শিশুদের অপুষ্টি দূর করা। কর্মসূচিটির আওতায় ময়ূরভঞ্জ জেলার ১,২০০ স্কুল পড়ুয়ার জন্য ভিটামিন-এ ও ডি সমৃদ্ধ ২০০ এমএল দুধের সংস্থান করা হবে। দুধের বিপণনে গতি আনতে রাষ্ট্রপতি এ সংক্রান্ত একটি সহায়তা কর্মসূচিরও সূচনা করেন। এক্ষেত্রে দৈনিক ৫ লক্ষ লিটার থেকে বাড়িয়ে ১০ লক্ষ লিটার দুধ কেনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ভাষণে রাষ্ট্রপতি বলেন, বিগত দশকে ভারতে দুধ উৎপাদন বার্ষিক ভিত্তিতে ৬ শতাংশ হারে বেড়েছে – যা সারা বিশ্বের গড়ের তুলনায় বেশি। দুগ্ধ উৎপাদন ও প্রাণীসম্পদ ব্যবস্থাপনাকে জোরদার করতে প্রযুক্তির প্রয়োগের কথা বলেন রাষ্ট্রপতি।
SC/AC/DM.
(Release ID: 2092798)
Visitor Counter : 13