প্রতিরক্ষামন্ত্রক
লাগোসে আইএনএস তুশিল
Posted On:
13 JAN 2025 8:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫
ভারতীয় নৌ-বাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ আইএনএস তুশিল ১২ জানুয়ারি, ২০২৫ তারিখে নাইজেরিয়ার রাজধানী লাগোসে পৌঁছয়। সেখানে নৌ-সেনা আধিকারিকদের স্বাগত জানান নাইজেরীয় নৌ-বাহিনীর আধিকারিক, ভারতীয় দূতাবাসের আধিকারিক ও সেখানে বসবাসরত ভারতীয়রা।
আইএনএস তুশিলের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন পিটার ভার্গিস নাইজেরিয়ার নৌ-সেনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এবং ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ও নাইজেরিয়ার আমদানিকারকরা সেখানে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করবে। এছাড়া, সেখানে একটি যোগাসন সেশনেরও পরিকল্পনা রয়েছে।
SC/MP/SB
(Release ID: 2092790)
Visitor Counter : 6