কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৪-এর এপ্রিল-অক্টোবর সময়কালে কয়লা আমদানি ৩.১ শতাংশ কমেছে

Posted On: 14 JAN 2025 12:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫

 

ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে কয়লা ক্ষেত্রের বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু, অভ্যন্তরীণ উৎপাদন চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট নয়। অথচ, ইস্পাত উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ এগিয়ে নিয়ে যেতে কয়লা আমদানি জরুরি। 

কয়লা আমদানি কমানোয় সরকারের প্রচেষ্টার সুফল মিলেছে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে। গত বছর এপ্রিল-অক্টোবর সময়কালে কয়লা আমদানি ৩.১ শতাংশ হ্রাস পেয়ে ১৫৪.১৭ মিলিয়ন টনের জায়গায় দাঁড়িয়েছে ১৪৯.৩৯ মিলিয়ন টন। কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৩.৮ শতাংশ বাড়লেও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহারে ব্লেন্ডিং-এর জন্য কয়লা আমদানির ক্ষেত্রে হ্রাসের অনুপাত ১৯.৫ শতাংশ। 

এই সময়কালে দেশে কয়লা উৎপাদন ৬.০৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩৭.৫৭ মিলিয়ন টনে। অভ্যন্তরীণ কয়লা উৎপাদন বাড়াতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। 

 

SC/AC/DM


(Release ID: 2092745) Visitor Counter : 14


Read this release in: Tamil , English , Urdu , Hindi