কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের কৃষি পর্যালোচনা বৈঠক

प्रविष्टि तिथि: 13 JAN 2025 8:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি ২০২৫

 

কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান আজ মন্ত্রকের পদস্থ আধিকারিকদের নিয়ে কৃষি পর্যালোচনা বৈঠক করেছেন। কৃষি উৎপাদন, কৃষি পণ্যের বিপণন, কৃষি পণ্যের আমদানি ও রপ্তানি, অবহাওয়ার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। কৃষিমন্ত্রী জানান, সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকের পাশাপাশি তিনি এবার থেকে নির্দিষ্ট সময় অন্তর রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়েও বৈঠক করবেন। মন্ত্রকের আধিকারিকদেরও তিনি বিভিন্ন রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন। 

এই ধরনের আলোচনায় কৃষি পণ্যের নায্য দাম, কৃষকদের বিভিন্ন সমস্যা, বপণ সংক্রান্ত বিভিন্ন বিষয়, পণ্যের বিপণন, আমদানি, রপ্তানি, আবহাওয়া প্রভৃতি নিয়ে কথা হবে। 

ডালের বর্তমান দাম এবং খরিফ ও রবি মরশুমের জন্য সব ধরনের ডালের ক্রয়মূল্য নিয়ে আলোচনার জন্য আগামীকাল রাজ্যগুলির সঙ্গে বৈঠক হতে চলেছে। 

দেশে ডাল / তৈলবীজের উৎপাদন, চাহিদা এবং আমদানির প্রয়োজনীয়তা নিয়ে বাণিজ্য বিভাগ প্রতি সপ্তাহে তুলনামূলক বিশ্লেষণ করবে। একই ধরনের বিশ্লেষণ হবে কৃষি পণ্যের রপ্তানি নিয়ে। 

কৃষি বিকাশ কেন্দ্রগুলি নিয়মিত ভাবে কীটপতঙ্গ প্রতিরোধ, কীটনাশকের সরবরাহ এবং সর্বোচ্চ খুচরো মূল্য সংক্রান্ত সমস্যার ওপর নজরদারি করে তার রিপোর্ট পাঠাবে। এই রিপোর্টে বাজার দর এবং সরকার ঘোষিত দরের উল্লেখ থাকবে। 


SC/SD/AS


(रिलीज़ आईडी: 2092725) आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी