প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রশিক্ষণ জাহাজ তৈরির আনুষ্ঠানিক কিল পাতা পর্ব আয়োজিত হল মুম্বাই এমএডিএল-এ

Posted On: 13 JAN 2025 3:02PM by PIB Kolkata

নতুনদিল্লি ১৩ জানুয়ারী ২০২৫

 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রশিক্ষণ জাহাজ তৈরির কিল পর্ব ১৩ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হল মুম্বাই-এর মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডে। ৭,৫০০ নটিক্যাল মাইলের ক্ষেত্র বিশিষ্ট জাহাজটিতে কর্মী প্রশিক্ষণ সহ আধুনিক সুযোগ সুবিধা সম্পর্কিত নানান ব্যবস্থা থাকবে। সমুদ্রে উন্নতমানের প্রশিক্ষণ সুনিশ্চিত করার পাশাপাশি উদ্দেশ্য সাধক শ্রেনী কক্ষের সংস্থানও রয়েছে। তটভূমিতে প্রাথমিক প্রশিক্ষণ শেষে জল পথে মহিলা আধিকারিক সহ প্রশিক্ষণাধীন আধিকারিকদের ৭০ জনের প্রশিক্ষণে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
জাহাজটির দৈর্ঘ্য ১৭০ মিটার এবং তা ২০ নটিক্যাল মাইল গতিবেগ অর্জনে সক্ষম। জাহাজটিতে অত্যাধুনিক সরঞ্জাম এবং কৃত্রিম মেধা নির্ভর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সহ উন্নত আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থাও থাকছে। সেইসঙ্গে বহু উদ্দেশ্য সাধক ড্রোণ, সুসংহত সেতু  এবং প্ল্যাটফর্ম গড়ে তোলার ব্যবস্থা থাকবে। এমডিএল-এর জাহাজ নির্মাণ অধিকর্তা এবং আইসিজি এবং এমডিএল-এর পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন (মেটিরিয়াল অ্যান্ড মেন্টেনেন্স)-এর উপ মহানির্দেশক ইন্সপেক্টর জেনারেল এইচ কে শর্মা। 
জাহাজটির নির্মাণ চুক্তি শেষ হয় অক্টোবর ২০২৩-এ। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সরকারি লক্ষ্যকে সামনে রেখে(ইন্ডিয়ান-আইডিডিএম) শ্রেনীর এই প্রশিক্ষণ জাহাজটি নির্মাণ করছে এমডিএল। এই প্রকল্প প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার দায়বদ্ধতা পূরণ করে। সেইসঙ্গে রাষ্ট্রের কৌশলগত ক্ষেত্রে স্বশাসনের দিকটিকেও শক্তিশালী করবে। এই উদ্যোগ পরিচালনগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধিকারিকদের উন্নতমানের প্রশিক্ষণকে সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর চলতি প্রয়াসে এক মূল মাইল ফলক হিসেবে চিহ্নিত। জলপথে ভারতের স্বার্থ সুরক্ষিত করতে উপকূল রক্ষী বাহিনীর ভূমিকাকেও তা আরও শক্তিশালী করবে। 

 

SC/AB/CS…


(Release ID: 2092547) Visitor Counter : 14