খনিমন্ত্রক
কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী সরকারি সফরে সৌদিআরবের রিয়াধ যাচ্ছেন
प्रविष्टि तिथि:
13 JAN 2025 1:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ১৪ থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত তিনদিনের সরকারি সফরে সৌদিআরবের রিয়াধ যাচ্ছেন। সফরকালে তিনি ভবিষ্যতের খনি মঞ্চ ২০২৫-এর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। খনিজ সম্পদ সরবরাহশৃঙ্খল এবং শক্তি বিষয়ে নির্দিষ্ট আলোচনার জন্য সৌদিআরব এই আন্তর্জাতিক খনি বিষয়ক বৈঠকের আয়োজন করেছে।
সম্মেলনের পাশাপাশি শ্রী রেড্ডি অন্যান্য দেশের কয়েকজন খনি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রিয়াধে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে আলাপচারিতায় অংশ নেবেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী।
SC/PM/SKD
(रिलीज़ आईडी: 2092483)
आगंतुक पटल : 57