রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

পাঁচটি স্তরে মহাকুম্ভ মেলার ব্যবস্থাপণা তদারকিতে এবং ১,১৮৬টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ৯টি প্রয়াগরাজ এলাকার স্টেশনের নজরদারিতে রেল ভবনে ওয়ার রুমের উদ্বোধন রেলমন্ত্রীর

Posted On: 12 JAN 2025 10:40PM by PIB Kolkata

 নতুনদিল্লি ১২ জানুয়ারী ২০২৫

 

মহাকুম্ভ ২০২৫-এর প্রস্তুতিতে পাঁচটি স্তরে মহাকুম্ভ মেলার ব্যবস্থাপণা তদারকিতে এবং ১,১৮৬টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ৯টি প্রয়াগরাজ এলাকার স্টেশনের নজরদারিতে রেলওয়ে পর্ষদের মাধ্যমে গড়ে ওঠা ‘ওয়ার রুম’-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। ইংরেজি এবং ২২টি ভারতীয় ভাষায় যাত্রীদের জ্ঞাতব্য তথ্য যোগাতে তৈরি একটি পুস্তিকারও আনুষ্ঠানিক প্রকাশ করেন তিনি। এছাড়াও, প্রয়াগরাজ স্টেশনে ১২টি ভারতীয় ভাষায় যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। 
সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মহাকুম্ভ আমাদের সংস্কৃতির এক বর্ণাঢ্য উদযাপন। সঙ্গমে স্নান করতে প্রয়াগরাজ আগত যাত্রীদের ওই এলাকার ৯টি স্টেশনেই রেলওয়ের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। 
ভারতীয় রেল সর্বাত্মক নজরদারির ব্যবস্থার অঙ্গ হিসেবে প্রয়াগরাজ মেলা এলাকার ৯টি স্টেশনে ১,১৮৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। এরমধ্যে ৭৬৪টি নতুন ক্যামেরা নতুন, ১১৬টি মুখাবয়ব সনাক্তকরণে সক্ষম। সমস্ত প্ল্যাটফর্মের যাবতীয় কার্যকলাপ স্টেশনগুলির কন্ট্রোল রুম থেকে দেখতে এবং ক্যামেরা ফিডের মাধ্যমে নজরদারি ও বিশ্লেষণের জন্য পঞ্চস্তরীয় ব্যবস্থা গড়ে তোলা হবে। এই কন্ট্রোল রুমগুলি সারাক্ষণ নজরদারি চালাবে। অন্যদিকে, রেল পর্ষদ স্তরে পদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় ওয়ার রুম নজর রাখবেন। 
বিভাগীয় স্তরে সারাক্ষণ নজরদারির জন্য আধিকারিকদের দল থাকছে। জোনাল স্তরেও থাকছে অনুরূপ ব্যবস্থা । রেলওয়ে পর্ষদের ওয়ার রুমে রেলের পরিচালন, বাণিজ্যিক, সিগন্যাল ব্যবস্থা এবং টেলি যোগাযোগ, কারিগরি, ইলেকট্রিক্যাল এবং রেল সুরক্ষা বাহিনীর পদস্থ আধিকারিকরা মোতায়েন থাকবেন। প্রয়াগরাজ এলাকার স্টেশনগুলি সহ মহাকুম্ভমুখী ট্রেনগুলির চলাচলার ওপর সারাক্ষণ নজর রাখবেন তাঁরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের স্বার্থে যাবতীয় ব্যবস্থা সচল রাখতে স্টেশনগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হবে। 
রেলমন্ত্রী ঘোষণা করেন, মহাকুম্ভের পূর্ণ সময়কাল ধরে ভারতীয় রেল ১০,০০০টি নিয়মিত ট্রেন সহ অতিরিক্ত ৩,১০০টি বিশেষ ট্রেন চালাবে। বিগত কুম্ভের তুলনায় এই বিশেষ ট্রেন চালানোর সংখ্যা এবার ৪.৫ গুণ বেশি। 
তিনি আরও জানান, মহাকুম্ভে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাখায় রেখে ভারতীয় রেল গঙ্গা সেতু স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে, সেইসঙ্গে বারানসী-মাধোসিং-প্রয়াগরাজ লাইনে এবং ফাফামাউ-জঙ্গাই রেলপথ ডাবলিং করা হয়েছে। যাত্রীদের জন্য এক একটি আলাদা আলাদা রঙ সম্বলিত বিভিন্ন এলাকা চিহ্নিত এবং টিকিটেও অনুরূপ গতিপথ নির্দেশিকা তৈরি করা হয়েছে। ডিজিটাল মহাকুম্ভের জন্য ইউটিএস ব্যবস্থা সম্বলিত বার কোড চালুর কথা ঘোষণা করেন তিনি। 
যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে প্রয়াগরাজ এলাকায় ৯টি রেল স্টেশনকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই স্টেশনগুলি হল প্রয়াগরাজ জাংশন, নৈনি জাংশন, প্রয়াগরাজ ছেওকি, সুবেদারগঞ্জ, প্রয়াগরাজ রামবাগ স্টেশন এবং ঝুঁসি স্টেশন। প্রয়াগরাজ এলাকায় সমস্ত লেভেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং রেল চলাচলে  বাধা দূর করতে ২১টি নতুন সড়ক এবং রেল সেতু নির্মাণ করা হয়েছে।
প্রয়াগরাজ জাংশনে অসংরক্ষিত শ্রেনীর যাত্রীদের জন্য পৃথক প্রবেশ গেট রাখা হয়েছে। অন্যদিকে, সংরক্ষিত শ্রেনীর যাত্রীরা ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। বিভিন্ন এলাকায় যাওয়া যাত্রীদের জন্য আলাদা আলাদা রঙ সম্বলিত এলাকা নির্দিষ্ট করা হয়েছে। সমস্ত স্টেশনেই অনুরূপ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, টিকিটে রঙ চিহ্ন বাহক ব্যবস্থা রাখা হয়েছে অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে। প্রয়াগরাজ এলাকায় ৭টি নতুন প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় মোট ৯টি স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮-এ। প্রয়াগরাজ এলাকায় ৭টি নতুন স্টেশনেই দ্বিতীয় প্রবেশ পথ গড়ে তোলা হয়েছে। প্রয়াগরাজ জাংশনের জন্য সুবেদারগঞ্জ স্টেশনটিকে স্যাটেলাইট স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। 
উল্লেখযোগ্য দিক হল জানুয়ারির ১৩ থেকে ফেব্রুয়ারীর ২৬ তারিখ পর্যন্ত প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্বর্গীয় মহাকুম্ভ ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এর মাহাত্ম্য মনোমুগ্ধকর। প্রতি ১২ বছর পর অনুষ্ঠিত এবারের প্রয়াগ মহাকুম্ভে ৪০কোটির বেশি ভক্ত স্নান করবেন। ভারতীয় উপমহাদেশ সহ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানী, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা এবং মেক্সিকোর মতো ১০০টিরও বেশি দেশ থেকে ভক্তরা এখানে সমবেত হবেন। মহাকুম্ভ ২০২৫ সফলভাবে আয়োজনে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
এবছর প্রাধান স্নান উৎসবের জন্য ৬টি দিন ধার্য করা হয়েছে। এগুলি হল ১৩ জানুয়ারী পৌষ পূর্ণিমা, ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি, ২৯ জানুয়ারী মৌনি অমাবস্যা, ৩ ফেব্রুয়ারী বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারী মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারী মহা শিবরাত্রি। ২০১৯-এর কুম্ভমেলায় মোট রেল যাত্রীর মধ্যে প্রয়াগরাজ জাংশনে ৪৫ শতাংশ এসেছিলেন। আরও বেশি স্টেশন চালু করতে প্রয়াগরাজ ফাফামাউ-রামবাগ-ঝুঁসি ইয়াডের রি-মডেলিং-এর করা হয়। প্রয়াগরাজের সঙ্গে যুক্ত সমস্ত স্টেশনগুলির রাস্তা চওড়া করা হয়েছে। কুম্ভমেলার কথা মাথায় রেখে প্রয়াগরাজ এলাকায় ১৭টি নতুন অস্থায়ী যাত্রী তাঁবু সহ মোট ২৮টি তাঁবু রয়েছে। এইসমস্ত তাঁবু গুলিতে আশ্রয় নেওয়া ভক্তদের সংখ্যা এবার ২১ হাজার থেকে বেড়ে এবার ১ লক্ষ ১০ হাজার হবে। 
যাত্রীদের টিকিট পেতে যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে তাকিয়ে ভারতীয় রেল প্রতিদিন ১০ লক্ষেরও বেশি রেল টিকিটের বন্দোবস্ত করেছে। ডিজিটাল কুম্ভের লক্ষ্য পূরণে টিকিটে বারকোড সম্বলিত ইউটিএস ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিটি রেল স্টেশনের প্রত্যেক প্ল্যাটফর্মে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত থাকছে। ডাক্তার এবং টিকিৎসা কর্মীরা সেখানে সারাক্ষণ উপস্থিত থাকবেন।
রেল ব্যবস্থা সম্পূর্ণ সচল রাখতে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে ১৩,০০০ বেশি রেল কর্মী মোতায়েন থাকছে। এছাড়াও, রেল স্টেশন এবং রেল চত্ত্বরে প্রায় ১০,০০০ রেল নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবেন। স্টেশনে যাত্রীদের সাহায্যের জন্য ১,০০০ বেশি স্বেচ্ছাসেবী রাখা হচ্ছে। দিনরাত স্টেশনগুলির পরিচ্ছন্নতা রক্ষা করতে ১,০০০ বেশি সাফাই কর্মী নিয়োগ করা হবে। 
কুম্ভের মাহাত্ম্যকে তুলে ধরতে রেল স্টেশনের ২০,০০০ বর্গ মিটার এলাকাকে কুম্ভ ভিত্তিক চিত্রমালায় সাজিয়ে তোলা হয়েছে। যাত্রী সুবিধার্থে প্রত্যেক স্টেশনে পারাপারের জন্য নতুন ফুট ব্রীজ, গড়ে তোলা হয়েছে। এছাড়াও থাকছে শৌচালয় সহ অন্যান্য সুবিধা। যাত্রীদের বর্হিনির্গমন পথ চিহ্নিত করতে প্ল্যাটফর্মগুলিতে রঙে আঁকা পায়ের ছাপ রাখা হয়েছে। 

 


SC/AB/CS


(Release ID: 2092456) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi