উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি পবিত্র লোহড়ি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
प्रविष्टि तिथि:
12 JAN 2025 8:05PM by PIB Kolkata
নতুনদিল্লি ১২ জানুয়ারী ২০২৫
পবিত্র লোহড়ি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উপলক্ষে সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা।
এই উৎসব, যা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে অভিনব প্রথার মাধ্যমে অনুষ্ঠিত হয়, তা ফসল কাটার মরশুমকে মহিমান্বিত করার আমাদের প্রাচীন পরম্বরাকে তুলে ধরে। এগুলি সুন্দর সংস্কৃতির বৈচিত্রকে প্রকাশ করে, যা আমাদের ভারতকে প্রকৃতই ব্যতিক্রমী হিসেবে তুলে ধরেছে।
লোহড়ি এবং মাঘ বিহুর পবিত্র অগ্নি যেন সকল বিপত্তি দূর করে, মকর সংক্রান্তির উড্ডীয়মান ঘুড়ি যেন আমাদের অন্তরকে আনন্দে পূর্ণ করে এবং পোঙ্গলের ঐতিহ্যবাহী মিষ্টত্ব যেন উদযাপন এবং সুখের মুহূর্তকে নিয়ে আসে।
এই উৎসব অবাধ আনন্দ নিয়ে আসুক, আমাদের ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে উদ্বুদ্ধ করুক এবং প্রতিটি পরিবারে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।
SC/AP/CS
(रिलीज़ आईडी: 2092420)
आगंतुक पटल : 29