কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা মন্ত্রকের উদ্যোগে চিন্তন শিবির ২.০: কয়লা ক্ষেত্রের ভবিষ্যৎ নির্মাণ

Posted On: 07 JAN 2025 9:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৫ 

 

উদ্ভাবনা, ধারবাহিকতা ও সমন্বয়ে গতি আনতে এবং কয়লা ক্ষেত্রের ভবিষ্যৎ পথ নির্দেশের লক্ষ্যে  সুষমা স্বরাজ ভবনে আজ কয়লা মন্ত্রকের উদ্যোগে চিন্তন শিবিরের দ্বিতীয় পর্যায়ে পৌরোহিত্য করেন কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। উপস্থিত ছিলেন কয়লা প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে ও মন্ত্রকের শীর্ষ পদাধিকারীরা। এই শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের প্রতিনিধি যোগ দেন এই আলোচনায়।
শ্রী রেড্ডি তাঁর ভাষণে ভারতের জ্বালানী নিরাপত্তায় কয়লা ক্ষেত্রের গুরুত্ব তুলে ধরেন। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ-বান্ধব প্রযুক্তির প্রসারেও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি, খনন কার্যের নিরাপত্তার দিকটিকেও তিনি গুরুত্ব দেন। খনি বন্ধ করার সময় উপযুক্ত রীতি যাতে প্রযুক্ত হয়, তা নিশ্চিত করতে যথার্থ ব্যবস্থাপনা গড়ে তোলায় জোর দেন তিনি। খনি অঞ্চলগুলিকে সাধারণ মানুষের কর্মকাণ্ডের প্রাণবন্ত কেন্দ্র গড়ে তোলার ডাক দেন তিনি। পাশাপাশি, স্থানীয় মানুষজনের স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা ও জীবিকার দিকটিতেও জোর দিতে হবে বলে তিনি জানান। 
মন্ত্রকের সচিব শ্রী বিক্রম দেব দত্ত কয়লা ক্ষেত্রকে আধুনিক করে তুলতে উদ্ভাবনমূলক উদ্যোগের কথা বলেন। খনিজ উত্তোলনের পর তার সরবরাহ ব্যবস্থাপনাকেও জোরদার করে তোলার কথা বলেন তিনি। 
এই চিন্তন শিবিরের প্রথম পর্বে কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী বিস্মিতা তেজ ভারতে কয়লা ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ২০০ কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে পরিবেশ-বান্ধব প্রযুক্তি ব্যবহার করে শক্তি ক্ষেত্রে রূপান্তরের জন্য ভারতের কর্মসূচির সঙ্গে গোটা বিষয়টিকে সাযুজ্যপূর্ণ করে তোলার কথা বলেন। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব রূপিন্দর ব্রার পরিবেশ রক্ষা ও স্থানীয় মানুষজনের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন। এই পর্বের আলোচনায় জৈব বৈচিত্র্য রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।
বিশেষ অভিযান ৪ – এর আওতায় কর্মকুশলতার স্বীকৃতিতে কয়লা ক্ষেত্রের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে সম্মানিত করেন শ্রী জি কিষাণ রেড্ডি। আইগট কর্মযোগী মঞ্চে দক্ষ কর্মীদের সঙ্গে আলাপচারিতায় সামিল হন তিনি। 
শক্তির চাহিদা, পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়িত্বের মেলবন্ধনে কয়লা ক্ষেত্রকে আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম পক্ষ করে তোলার লক্ষ্যেই মন্ত্রকের এই উদ্যোগ। 

 

SC/AC/SB


(Release ID: 2091135) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Telugu