লোকসভা সচিবালয়
লোকসভার অধ্যক্ষ গার্নসিতে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির অধ্যক্ষ এবং প্রিসাইডিং অফিসারদের সম্মেলন —সিএসপিওসি-র স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন
Posted On:
07 JAN 2025 6:08PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৭ জানুয়ারী
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আগামী ১১ তারিখ পর্যন্ত বৃটেন, স্কটল্যান্ড এবং গার্নসিতে রাষ্ট্রীয় সফর করছেন।
তিনি বৃটিশ সংসদের হাউস অফ কমন্স-এর অধ্যক্ষ স্যার লিন্ডসে হোয়েলের আমন্ত্রণে ৯ই জানুয়ারী পর্যন্ত বৃটেনে রয়েছেন। সফরকালে তিনি শ্রী হোয়েল ছাড়াও হাউস অফ লর্ডসের অধ্যক্ষ অ্যালক্লুইথের লর্ড ম্যাকফলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও লন্ডনে ড. বি.আর. আম্বেদকর যাদুঘরে যাবেন তিনি, পাশাপাশি , মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বৃটেনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে মতবিনিময় করবেন।
শ্রী বিড়লা স্কটল্যান্ডও যাবেন । সফরসূচী অনুযায়ী স্কটিশ পার্লামেন্টের প্রিসাইডিং অফিসার শ্রী অ্যালিসন জনস্টোন এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার শ্রী জন সুইনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি স্কটিশ পার্লামেন্টের বিভিন্ন দলের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন।
অধ্যক্ষ শ্রী বিড়লা, ১০ই জানুয়ারী কমনওয়েলথ গোষ্ঠীভুক্তদেশগুলির অধ্যক্ষ এবং প্রিসাইডিং অফিসারদের সম্মেলন —সিএসপিওসি-র স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামী বছর ভারত ২৮তম সিএসপিওসি-র আয়োজন করবে। নিয়ম অনুযায়ী সেই কারণে তিনি এই বৈঠকের সভাপতিত্ব করবেন। বৈঠকের ফাঁকে তিনি বিভিন্ন দেশের সংসদের অধ্যক্ষদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
SC/CB/DM
(Release ID: 2091090)