পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
ভারতীয় অর্থনীতির ক্ষমতায়ন
Posted On:
02 JAN 2025 3:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জানুয়ারি, ২০২৫
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ২০২৩-২৪-এ অসংগঠিত ক্ষেত্রের বার্ষিক সমীক্ষা ফল প্রকাশ করেছে। ২০২৩-এর অক্টোবরকে ভিত্তিবর্ষ ধরে ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কাল। অসংগঠিত অ-কৃষিক্ষেত্রের অর্থনীতি এবং পরিচালন গতিশীলতার ওপর এই সর্বাত্মক সমীক্ষা আলোকপাত করেছে। কর্মসংস্থান সৃষ্টি, মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং ভারতের সার্বিক আর্থ-সামাজিক ক্ষেত্রের ওপর-ও আলোকপাত করা হয়েছে।
অসংগঠিত ক্ষেত্রে প্রভূত প্রসার লক্ষ্য করা গেছে। ২০২২-২৩-এ ৬.৫ কোটি থেকে ২০২৩-২৪-এ তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭.৩৪ কোটিতে। এই বৃদ্ধির পরিমাণ ১২.৮৪ শতাংশ। অন্য পরিষেবা ক্ষেত্রেও ২৩.৫৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। নির্মাণ ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ১৩ শতাংশ। এই সময়কালে মোট মূল্য সংযোজন, যা অর্থনৈতিক পরিচালন ক্ষেত্রে নির্ণায়ক হিসেবে চিহ্নিত হয়, তা ১৬.৫২ শতাংশ বৃদ্ধি পায়। অন্য পরিষেবা ক্ষেত্রে এই বৃদ্ধি ২৬.১৭ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ সালে ১২ কোটি কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিগত বছরের তুলনায় যা প্রায় ১ কোটি বেশি।
অন্যান্য পরিষেবা ক্ষেত্রেও কর্মসংস্থান বৃদ্ধির পরিমাণ ১৭.৮৬ শতাংশ। নির্মাণ ক্ষেত্রে তা ১০.০২ শতাংশ।
আরও একটি জিনিস লক্ষ্যণীয় যা হল, লিঙ্গ অন্তর্ভুক্তিকরণে এক মাইলফলক রচনা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে মহিলা মালিকানাধীন সংস্থার সংখ্যা যেখানে ছিল ২২.৯ শতাংশ, ২০২৩-২৪-এ তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৬.২ শতাংশ।
ভাড়া করা শ্রমিকের বেতনক্রমেও ১৩ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বেতনক্রম বৃদ্ধি পাওয়ায় তা সামাজিক চাহিদা পূরণের ক্ষেত্রকেও শক্তিশালী করেছে। নির্মাণ ক্ষেত্রে বেতন বৃদ্ধির পরিমাণ সবথেকে বেশি যা ১৬ শতাংশ ছাপিয়ে গেছে।
প্রতি কর্মী-ভিত্তিক মোট মূল্য সংযোজন, যেটি শ্রম উৎপাদনের একটি পরিমাপ, তা আর্থিক অঙ্কে ২০২২-২৩-এ যেখানে ছিল ১,৪১,৭৬৯ টাকা, ২০২৩-২৪-এ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৯,৭৪২ টাকা। বর্তমান মূল্যের নিরিখে যা প্রায় ৫.৬২ শতাংশ বৃদ্ধি। এই সময়কালেই প্রতিটি সংস্থায় মোট উৎপাদিত মূল্য চলতি আর্থিক সংখ্যার নিরিখে ৪,৬৩,৩৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৪,৯১,৮৬২ টাকা।
সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ইন্টারনেটের ব্যবহার সহ ডিজিটাল ব্যবস্থা গ্রহণ সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩-এ ২১.১ শতাংশ থেকে এই সংখ্যা ২০২৩-২৪-এ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬.৭ শতাংশে। ব্যবসা পরিচালন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরশীলতা বৃদ্ধির এটি একটি সূচক।
এই সমীক্ষা থেকে সার্বিকভাবে বোঝা যাচ্ছে যে ভারতীয় অর্থনীতির পুনরুজ্জীবন এবং সুস্থায়ী বৃদ্ধির নির্ণায়ক হিসেবে অসংগঠিত ক্ষেত্র মাথা তুলে দাঁড়াচ্ছে।
SSS/AB/DM.
(Release ID: 2089816)
Visitor Counter : 21