কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
ডঃ জিতেন্দ্র সিং ওয়াই এস আর কাডাপা পরিদর্শন করে উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির আওতায় উন্নয়নমূলক উদ্যোগগুলি পর্যালোচনা করলেন
Posted On:
02 JAN 2025 4:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জানুয়ারি, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির অংশ হিসেবে ওয়াই এস আর কাডাপা জেলায় উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে পর্যালোচনা করেন আজ।
স্বাস্থ্য, শিক্ষা, কৃষি পরিকাঠামো এবং পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মসূচিগুলি ওয়াই এস আর কাডাপাকে আদর্শ জেলা হিসেবে চিহ্নিত করেছে। ডঃ জিতেন্দ্র সিং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই জেলার বিশেষ অগ্রগতির প্রশংসা করেন।
ওয়াই এস আর কাডাপা জেলায় প্রাতিষ্ঠানিক প্রসব ১০০ শতাংশ সাফল্য অর্জন করেছে। ছয় বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এছাড়া, শিশু ও গর্ভবতী মহিলাদের টিকাদান কর্মসূচিও ব্যাপকভাবে সফল হয়েছে।
শিক্ষা ক্ষেত্রে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ১০০ শতাংশ শৌচাগারের ব্যবস্থা, পানীয় জল ও বিদ্যুতের সুবিধা রয়েছে। শিক্ষাবর্ষ শুরু হওয়ার এক মাসের মধ্যে পড়ুয়াদের পাঠ্যপুস্তক দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে। নারী সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭২.৩ শতাংশ।
ওয়াই এস আর কাডাপায় উন্নত প্রযুক্তি গ্রহণের ফলে কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কৃষকদের ফলন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে সহায়ক হচ্ছে। পরিকাঠামো উন্নয়নে জেলাটি বিশেষ অগ্রগতি লাভ করেছে। জল জীবন মিশন – এর আওতায় ৯৫ শতাংশ পরিবার নলবাহিত জল পায়। এখানে ২.৫৯ লক্ষ জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে ১৭ হাজার ৫০০ জনেরও বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ডঃ জিতেন্দ্র সিং জেলার সাফল্যকে উচ্চকাঙ্ক্ষী জেলা কর্মসূচির কার্যকারিতার প্রমাণ হিসেবে স্বীকার করেন। তিনি প্রধানমন্ত্রী সূর্যঘর, পিএম কিষাণ, পিএম বিশ্বকর্মার মতো ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলির ওপর নজর দেওয়ার উপরও জোর দেন। তিনি আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর-ও আহ্বান জানান আজ।
ডঃ জিতেন্দ্র সিং ভারতের অন্যান্য উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিকে ওয়াই এস আর কাডাপা থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানান পরিশেষে।
SSS/PM/SB
(Release ID: 2089639)