প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫ সালকে ‘সংস্কারের বছর’ হিসেবে ঘোষণা করলো প্রতিরক্ষা মন্ত্রক

Posted On: 01 JAN 2025 11:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জানুয়ারি , ২০২৫

 

ইংরাজি নতুন বছরের প্রাক্কালে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর পৌরোহিত্যে দপ্তরের সচিবদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি আগামীর কর্মপন্থা নির্ধারণ করা হয়। চলতি ও ভবিষ্যৎ সংস্কার কাজগুলিতে গতি আনতে ২০২৫ সালকে সর্বসম্মতিক্রমে ‘সংস্কারের বছর’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য হল, সশস্ত্র বাহিনীকে এমন এক অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধশক্তিতে রূপান্তরিত করা, যারা বিভিন্ন ক্ষেত্রে সুসমন্বিত অভিযান চালাতে সক্ষম হবে। ২০২৫ সালে নিম্নলিখিত বিষয়গুলির ওপর জোর দেওয়া হবে বলে স্থির করা হয়েছে : 

ক) সংস্কারের লক্ষ্য হবে সংযুক্তিকরণ উদ্যোগে আরও গতি দেওয়া এবং সংযুক্ত কম্যান্ডের প্রতিষ্ঠায় সাহায্য করা। 

খ) সংস্কারের ক্ষেত্রে সাইবার ও মহাকাশ এবং কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, হাইপারসনিক ও রোবোটিক্স-এর মতো নতুন ক্ষেত্রগুলির ওপর বিশেষ জোর দেওয়া হবে। ভবিষ্যতের যুদ্ধে জয়লাভের জন্য প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি গড়ে তুলতে হবে। 

গ) আন্তঃবাহিনী সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে অভিযানের সময়কার চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়ে জ্ঞানলাভ এবং যৌথ অভিযানের সক্ষমতা অর্জন।

ঘ) প্রতিরক্ষা ক্রয় পদ্ধতিকে দ্রুততর ও সহজতর করে তোলা, যাতে আরও মসৃণভাবে সক্ষমতা অর্জন করা যায়।

ঙ) সামরিক ক্ষেত্র ও অসামরিক শিল্পমহলের মধ্যে প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর সহজতর করে তোলা, ব্যবসা সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে উৎসাহ দেওয়া। 

চ) প্রতিরক্ষা পরিমণ্ডলের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সহযোগিতায় জোর দেওয়া, অদক্ষতা নির্মূল করে সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে কার্যকর সামরিক-অসামরিক সমন্বয় গড়ে তোলা। 

ছ) ভারতকে প্রতিরক্ষা সামগ্রীর এক নির্ভরযোগ্য রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করতে গবেষণা ও উন্নয়নে জোর দেওয়া, জ্ঞান ভাগাভাগি ও সম্পদ সংযুক্তিকরণের লক্ষ্যে ভারতীয় শিল্পমহল এবং বিদেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীদের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা। 

জ) অভিজ্ঞদের বিশেষ জ্ঞান কাজে লাগানো, তাঁদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা আরও বাড়ানো।

ঝ) ভারতীয় সংস্কৃতি ও ধারণা নিয়ে গর্বের বোধ জাগিয়ে তোলা, দেশীয় দক্ষতার মাধ্যমে বিশ্বমান অর্জন করা এবং আধুনিক সেনাবাহিনীগুলির কাছ থেকে, দেশের পরিস্থিতির সঙ্গে মানানসই হবে, এমন কৌশল ও পদ্ধতি গ্রহণ করা।

সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের যাত্রায় ‘সংস্কারের বছর’ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলে প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে অভূতপূর্ব অগ্রগতির ভিত্তি স্থাপিত হবে, যা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মধ্যে জাতির সুরক্ষা ও সার্বভৌমত্ব সুনিশ্চিত করবে।’

 

 

 

SC/SD/NS


(Release ID: 2089285) Visitor Counter : 35